পুরভোটে টিকিট বাতিল হেভিওয়েটদের । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 52 Second

এগিয়ে আসছে কলকাতা পুরসভার নির্বাচনের দিনক্ষণ। জোর কদমে চলছে প্রার্থী বাছাইয়ের কাজ। এবার, একরকম নিশ্চিত হয়ে গিয়েছে কলকাতা পুরভোটে রাজ্যের মন্ত্রী এবং কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের পুরভোটে টিকিট না পাওয়ার বিষয়টি । তবে, শুধু ফিরহাদ হাকিম নন, বাদ যাচ্ছে দেবাশিস কুমার,মালা রায় এবং শান্তনু সেনের নামও বাদ দেওয়া হচ্ছে।দলের তরফে ভাবনা চিন্তা করা হলেও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চূড়ান্ত অনুমোদন দিলে দলের সেই সিদ্ধান্তে সিলমোহর পড়বে। দ্বিতীয় প্রজন্মকে সামনে নিয়ে আসার ভাবনাচিন্তা থেকেই ফিরহাদ কন্যা প্রিয়দর্শিনী ও দেবাশীষ কুমারের মেয়ে দেবলীনা কুমারের নাম উঠে এসেছে।এর পাশাপাশি, বিজেপি থেকে তৃণমূলে-আসা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ের উপরেও কৌতূহল রয়েছে । সূত্রের খবর, মেয়র পদে দৌড়ে এগিয়ে রয়েছেন বাবুল। এছাড়াও, তৃণমূলে এখন কঠোর ভাবে বলবৎ করা হচ্ছে ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি । বিধানসভা ভোটের পর থেকেই তৃণমূল ‘এক ব্যক্তি এক পদ’ নীতি নিয়েছে । সেই যুক্তিতেই টিকিট না-দেওয়ার কথা একাধিক শীর্ষ নেতৃত্বকে।

শুক্রবার বিকেলে কালীঘাটে মমতার বাড়িতে বৈঠক হওয়ার কথা তৃণমূল শীর্ষনেতৃত্বের । সেখানেই পুরভোটের প্রার্থিতালিকা নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হবে। ওই বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন । ভোটকুশলী প্রশান্ত কিশোর (পিকে)-ও হাজির থাকবেন ।

সাধারণ ভাবে পিকে-র সংস্থা ‘আইপ্যাক’ পুরভোটে নতুন, স্বচ্ছ এবং তরুণ মুখ প্রার্থী হিসেবে নিয়ে আসার পক্ষপাতী। সে কারণে তাঁরা যোগাযোগও করেছে বিভিন্ন ক্ষেত্রে কৃতী, প্রতিষ্ঠিত এবং স্বচ্ছ ভাবমূর্তির লোকজনের সঙ্গে । শোনা যাচ্ছে, শহরের এক খ্যাতনামী গায়কের নাম থাকতে পারে প্রার্থিতালিকায় ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আন্তর্জাতিক স্তরে পা রাখতে চলেছেন সামান্থা । এম ভারত নিউজ

অভিনেত্রী সামান্থা রুথ প্রভু আক্ষরিক অর্থেই এবার বিশ্বের দরবারে যোগ দিচ্ছেন। তার প্রথম আন্তর্জাতিক ছবি সবচেয়ে বেশি বিক্রি হওয়া টিমেরিমুরারির লেখা ‘অ্যারেঞ্জমেন্ট অফ লাভ’ উপন্যাস থেকেই এই চলচ্চিত্রের রূপান্তর।বাফটা-জয়ী ওয়েলশ চলচ্চিত্র নির্মাতা ফিলিপ জন পরিচালকের ভূমিকায় থাকছেন। অন্যদিকে সিনেমাটি গুরু ফিল্মসের ব্যানারে প্রযোজনা করবেন সুনিতা তাতি। প্রযোজনা সংস্থার তরফে টুইট […]

Subscribe US Now

error: Content Protected