এবার মঙ্গলের আকাশে উড়তে চলেছে হেলিকপ্টার ! এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 17 Second

শেষ পর্যন্ত মঙ্গলের আকাশে উড়তে চলেছে হেলিকপ্টার । রবিবার, ১১ এপ্রিল মঙ্গলের বুকে হেলিকপ্টার ইনজেনুইটি উড়বে। নাসার দীর্ঘ প্রচেষ্টার পর এই সফলতার দিনটিকে স্মরণীয় করে রাখতে সমগ্র বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছে নাসা। সেদিন এই সফলতাকে কেন্দ্র করে একাধিক ইভেন্টও স্থির করা হয়েছে। শুধু তাই নয় পাশাপাশি বিশ্ববাসীর কাছে এই আনন্দঘন মুহূর্তের চিত্র পৌঁছে দেওয়ার জন্য নাসার টেলিভিশনে স্থানীয় সময় ১২ এপ্রিল ভোর সাড়ে ৩টেয় শুরু হয় এই স্ট্রিমিং। নাসার টেলিভিশন ছাড়া নাসার অ্যাপ ও এজেন্সির ওয়েবসাইট থেকেও লাইভ দেখা যাবে। এছাড়া একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও দেখা যাবে এই লাইভ।আগের রোভারগুলির থেকেও বৃহদায়তন পাখা রয়েছে ইনজেন্যুইটির, যা পাঁচগুণ জোরে ঘূর্ণনে সক্ষম, নাসা সূত্রে খবর এমনটাই। বিজ্ঞানীরা জানিয়েছেন, চৌকো আকৃতির দেহাবয়ববিশিষ্ট ইনজেন্যুইটির চারটি ধাতব পা ও দুইটি রোটারের সঙ্গে যুক্ত চারটি কার্বন ফাইবারের ব্লেড রয়েছে। স্বাভাবিকভাবেই মঙ্গলের প্রতিকূল আবহাওয়ার সঙ্গে যে যুঝতে পারবে ইনজেন্যুইটি, এমনই আশা সকলের। ৩১ দিন মঙ্গলের বুকে ঘুরে বেড়াবে এই হেলিকপ্টার। যদিও সেটি নিজস্ব ব্যাটারী দ্বারা সচল তবে এটিকে সম্পূর্ণ সমর্থন জোগাবে রোভার পারসেভেব়্যান্স। ফ্লাইট অপারেশন, ছবি তোলা, পরিবেশ সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বেস স্টেশনের সঙ্গে সংযোগ রক্ষা করার কাজগুলো করবে রোভার।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সিবিএসই-আইসিএসই পরীক্ষা বাতিলের দাবিতে ছাত্রছাত্রীরা । এম ভারত নিউজ

করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল গোটা বিশ্ব। রাজ্যে করোনা সংক্রমনের গ্রাফ ক্রমশই ঊর্ধ্বগামী। সাম্প্রতিককালে প্রত্যেকদিনই বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে বিভিন্ন সরকারি এবং বেসরকারি স্কুলগুলোতে উচ্চ শ্রেণীর পরীক্ষা নেওয়া হচ্ছে। এই অবস্থায় পরীক্ষা বাতিলের দাবি জানালো সিবিএসই ও আইসিএসই বোর্ডের ছাত্রছাত্রীরা। পাশাপাশি সংক্রমণ এড়াতে একই দাবি জানিয়েছেন বা ন্যাশনাল ইনস্টিটিউট […]

Subscribe US Now

error: Content Protected