শেষ পর্যন্ত মঙ্গলের আকাশে উড়তে চলেছে হেলিকপ্টার । রবিবার, ১১ এপ্রিল মঙ্গলের বুকে হেলিকপ্টার ইনজেনুইটি উড়বে। নাসার দীর্ঘ প্রচেষ্টার পর এই সফলতার দিনটিকে স্মরণীয় করে রাখতে সমগ্র বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছে নাসা। সেদিন এই সফলতাকে কেন্দ্র করে একাধিক ইভেন্টও স্থির করা হয়েছে। শুধু তাই নয় পাশাপাশি বিশ্ববাসীর কাছে এই আনন্দঘন মুহূর্তের চিত্র পৌঁছে দেওয়ার জন্য নাসার টেলিভিশনে স্থানীয় সময় ১২ এপ্রিল ভোর সাড়ে ৩টেয় শুরু হয় এই স্ট্রিমিং। নাসার টেলিভিশন ছাড়া নাসার অ্যাপ ও এজেন্সির ওয়েবসাইট থেকেও লাইভ দেখা যাবে। এছাড়া একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও দেখা যাবে এই লাইভ।আগের রোভারগুলির থেকেও বৃহদায়তন পাখা রয়েছে ইনজেন্যুইটির, যা পাঁচগুণ জোরে ঘূর্ণনে সক্ষম, নাসা সূত্রে খবর এমনটাই। বিজ্ঞানীরা জানিয়েছেন, চৌকো আকৃতির দেহাবয়ববিশিষ্ট ইনজেন্যুইটির চারটি ধাতব পা ও দুইটি রোটারের সঙ্গে যুক্ত চারটি কার্বন ফাইবারের ব্লেড রয়েছে। স্বাভাবিকভাবেই মঙ্গলের প্রতিকূল আবহাওয়ার সঙ্গে যে যুঝতে পারবে ইনজেন্যুইটি, এমনই আশা সকলের। ৩১ দিন মঙ্গলের বুকে ঘুরে বেড়াবে এই হেলিকপ্টার। যদিও সেটি নিজস্ব ব্যাটারী দ্বারা সচল তবে এটিকে সম্পূর্ণ সমর্থন জোগাবে রোভার পারসেভেব়্যান্স। ফ্লাইট অপারেশন, ছবি তোলা, পরিবেশ সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বেস স্টেশনের সঙ্গে সংযোগ রক্ষা করার কাজগুলো করবে রোভার।
এবার মঙ্গলের আকাশে উড়তে চলেছে হেলিকপ্টার ! এম ভারত নিউজ
Read Time:2 Minute, 17 Second