ফের উত্তপ্ত ভূস্বর্গ। সকালের কাশ্মীরের নৈঃশব্দ ভেঙ্গে একাধিক জায়গায় চলল সেনা-জঙ্গি গুলির লড়াই। এদিন জওয়ানদের গুলিতে খতম হয়েছে প্রভাবশালী জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের এক শীর্ষ কম্যান্ডার। কাশ্মীর জোন পুলিশ সূত্রের খবর, এই এনকাউন্টারে নিকেশ হয়েছে হিজবুলের আরও এক জেহাদি নিকেশ হয়েছে। কুলগামে এখনও জারি রয়েছে গুলির লড়াই। কাশ্মীর পুলিশ সূত্রের খবর, গোপন সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় কাশ্মীর পুলিশ। এরপর এদিন সকালেই কাশ্মীরের কুলগামের চাওয়ালগামে তল্লাশি অভিযান শুরু করে সিআরপিএফ-পুলিশের যৌথ বাহিনী। তল্লাশি অভিযান চলাকালীনই পুলিশের উপর গুলি চালাতে শুরু করে জেহাদিরা। পাল্টা গুলি চালায় পুলিশও। এই গুলির লড়াইয়ে খতম হয় দুই জঙ্গি। যদিও পুলিশ সূত্রের খবর, এখনও ওই এলাকায় লুকিয়ে রয়েছে একাধিক জঙ্গি।
কাশ্মীর জোনাল পুলিশের তথ্য অনুযায়ী, নিহত দুই জঙ্গিদের মধ্যে একজন হিজবুল মুজাহিদিনের প্রথম সারির নেতা। ২০১৬ সাল থেকে হিজবুলের সঙ্গে যুক্ত এইচএম শিরাজ মলভি নামের ওই জেহাদি। এই মুহূর্তে সে কুলগামে হিজবুলের কম্যান্ডার হিসাবে নিযুক্ত ছিল। এলাকায় হিজবুলের জন্য স্থানীয় তরুণদের জেহাদি বানিয়ে নিয়োগ করাই ছিল তার কাজ। শিরাজের মৃত্যুতে কুলগাম জেলায় হিজবুলের সংগঠন যে বড়সড় ধাক্কা খাবে তাতে সন্দেহাতীত। শিরাজের ছাড়াও মৃত অপর জেহাদির নাম ইয়াওয়ার ভাট।