আজই ফল প্রকাশ হতে চলেছে উচ্চ মাধ্যমিকের । করোনার এই কঠিন পরিস্থিতিতে সংক্রমনের মাঝে নেওয়া সম্ভব হয়নি উচ্চমাধ্যমিক পরীক্ষা। আর সেই কারণেই এবার গণতান্ত্রিক অধিকারের প্রেক্ষিতে দেওয়া হবে প্রাপ্য নাম্বার। জানা যাচ্ছে মাধ্যমিকের মত উচ্চমাধ্যমিকের ক্ষেত্রেও পূর্ব শ্রেণীতে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতেই নাম্বার দেওয়া হবে ছাত্র-ছাত্রীদের। প্রসঙ্গত উল্লেখ্য এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৯ লক্ষ। জানা যাচ্ছে আর দুপুর তিনটের সময় ফল প্রকাশের পর ,বিকেল চারটে থেকে ওয়েবসাইট মারফত জানতে পারা যাবে নিজেদের প্রাপ্ত নাম্বার। নির্দিষ্ট রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে প্রযোজ্য লিংক থেকে প্রাপ্ত নাম্বার দেখতে পাওয়া যাবে। শিক্ষা সংসদ সূত্রে খবর, ২৩ জুলাই সকাল ১১টা থেকে স্কুলগুলিকে মার্কশিট সার্টিফিকেটের পাশাপাশি দেওয়া হবে আ্যডমিট কার্ড।

প্রসঙ্গত উল্লেখ্য আজ ফলাফল জানার জন্য কাউন্সিলের তরফ থেকে ইতিমধ্যেই বেশ কয়েকটি ওয়েব সাইটের ঠিকানা দেওয়া হয়েছে। প্রদত্ত ওয়েবসাইট গুলি হল :
https://www.results.shiksha/west-bengal/wbchse/
এই ওয়েবসাইটগুলিতে গেলে সহজেই দেখতে পাওয়া যাবে ফলাফল। এছাড়াও ৫৬০৭০ নম্বরে নিজের WB12 লিখে একটি স্পেস দিয়ে রোল নাম্বার পাঠানো হলে সরাসরি মোবাইলে দেখতে পাওয়া যাবে নিজের ফলাফল।