Read Time:1 Minute, 25 Second

প্রবল চাপের মুখে হাথরসকাণ্ডে তৎপরতা যোগী সরকারের। শনিবার উত্তরপ্রদেশের স্বরাষ্ট্রসচিব, ডিজিপি ও পুলিশের শীর্ষকর্তারা নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বললেন। পরিবারের অভিযোগ, জেলাশাসক পরিবারের পাশে দাঁড়ানোর বদলে তিনি নির্যাতিতার পরিবারকে হুমকি দেন। অন্যদিকে, শুক্রবার রাতে হাথরসের পুলিশ সুপার, ডিএসপি এবং আরও দুই পুলিশকর্মীকে সাসপেন্ড করে যোগী সরকার। এই পরিস্থিতির মধ্যে আজও হাথরসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যান রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ ৩৫ সাংসদ। এদিন রাহুল-প্রিয়াঙ্কা সহ পাঁচ সদস্যকে নির্যাতিতার বাড়িতে ঢোকার অনুমতি দেয় উত্তরপ্রদেশ সরকার। সেইসঙ্গে আজ সংবাদমাধ্যমকেও নির্যাতিতার বাড়িতে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হয়। এদিকে, দলিত পরিবারটিকে সবরকম আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন উত্তরপ্রদেশের স্বরাষ্ট্রসচিব।
