২০১১ বিশ্বকাপ জয়ের আজ ১০ বছর পূর্তি উপলক্ষে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান ,পাশাপাশি নেট দুনিয়া ভেসে গেছে অভিবাদনের বন্যায়। তবে তারই মাঝে একটি খবর সকল শচীন অনুগামীদের চিন্তায় ফেলেছে । হ্যাঁ , ইতিমধ্যেই হাসপাতলে ভর্তি হতে হয়েছে শচীন রমেশ তেন্ডুলকরকে। গত ২৭ শে মার্চ তিনি করোনা আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে ইউসুফ পাঠান এবং ইরফান পাঠানও করোনা আক্রান্ত হন। মনে করা হচ্ছে রায়পুরে লিজেন্ডস দলের হয়ে খেলতে গিয়েই করোনা আক্রান্ত হয়েছেন তারকারা। করোনা আক্রান্ত হওয়ায় ডাক্তারদের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হল সচিনকে। একইসঙ্গে হাসপাতাল থেকেই ট্যুইটে সকলকে বিশ্বজয়ের ১০ বছর পূর্তির শুভেচ্ছাও জানালেন মাস্টার ব্লাস্টার।শচীন টুইটারে বিশ্বকাপ জয়ের দশক পূর্তি উপলক্ষ্যে জানান, “সকলের প্রার্থনা এবং আশীর্বাদের জন্য ধন্যবাদ। চিকিৎসকদের পর্যাপ্ত সতর্কতা হিসাবে আমি হাসপাতালে ভর্তি হয়েছি। আগামী কয়েকদিনের মধ্যেই বাড়ি ফিরতে পারব আশা করি। সকলে ভালো এবং সতর্ক থেকো। সমস্ত ভারতীয় এবং আমার টিমমেটদের বিশ্বকাপ জয়ের ১০ বছর উপলক্ষ্যে শুভেচ্ছা জানাই।”
হাসপাতালে ভর্তি মাস্টার ব্লাস্টার । এম ভারত নিউজ
Read Time:1 Minute, 48 Second