ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই উত্তপ্ত ডেবরা। বহিরাগত ঢুকিয়ে ভোটারদের প্রভাবিত করছেন এই অভিযোগ বিজেপি প্রার্থী ভারতী ঘোষের বিরুদ্ধে। এই অভিযোগেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। জানা যাচ্ছে ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই বুথের বাইরে বহিরাগতদের এনে জড়ো করেন ভারতী।ভারতের সঙ্গে আসা কয়েকজনের সাথে হাতাহাতিও লেগে যায় স্থানীয় বাসিন্দাদের। বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়তে বাধ্য হন ভারতী। শেষে পুলিশ এসে সামাল দেয় পরিস্থিতি।
পশ্চিম মেদিনীপুরের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ডেবরা। এই কেন্দ্রে দুই প্রাক্তন আইপিএস অফিসার লড়ছেন একে অপরের বিরুদ্ধে। একদিকে বিজেপিরতরফে ভারতী ঘোষ অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফে হুমায়ুন কবীর। বৃহস্পতিবার নির্ধারিত সময়েই ডেবরাতে শুরু হয় ভোট। তবে ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই এলাকার কয়েকটি বুথে বিজেপির এজেন্টের ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তোলেন ভারতী ঘোষ। তিনি জানান যে “নোয়াপাড়ার পোলিং এজেন্টকে ঢুকতে দিচ্ছেনা। অবজার্ভারকে জানিয়েছি বিষয়টি।
এদিকে, ভারতী ঘোষের বিরুদ্ধেও বহিরাগতদের জড়ো করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে৷ ডেবরার বিজেপি প্রার্থী বহিরাগতদের বুথের সামনে নিয়ে এসে গন্ডগোল পাকানোর চেষ্টা করছেন বলে অভিযোগ স্থানীয়দের একাংশের৷ এই অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ৷ ভারতী ঘোষকে ঘিরেই বিক্ষোভ শুরু করেন বাসিন্দাদের একাংশ ৷ এরই পাশাপাশি তাঁর সঙ্গে থাকা কয়েকজনের সঙ্গে হাতাহাতি বেঁধে যায় কয়েকজন এলাকাবাসীর৷ পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে৷ যদিও পুলিশের সামনেও বেশ কিছুক্ষণ ধরে চলে মারামারি৷ বিজেপির এক মণ্ডল সভাপতিকে আটক করে পুলিশ ৷ এরই মধ্যে গাড়ি নিয়ে এলাকা ছেড়ে চলে যান ডেবরার বিজেপি প্রার্থী ভারতী ঘোষ৷