প্রবল বৃষ্টিতে কলকাতায় ভেঙে পড়ল বাড়ি, আটক ২ । এম ভারত নিউজ

admin
0 0
Read Time:2 Minute, 18 Second

ভয়াবহ বৃষ্টিতে বিপজ্জনকভাবে ভেঙে পড়ল উত্তর কলকাতার আহিরীটোলা এলাকার একটি দোতলা বাড়ির একাংশ। ঘটনাটি ঘটেছে আজ ভোর সাড়ে ছটা নাগাদ। জানা যায় ঘটনাস্থলে আটকা পড়েছিলেন বেশ কয়েকজন। ইতিমধ্যেই সাধারণ মানুষের তৎপরতায় পুলিশ বাহিনীকে খবর দেওয়া হলে উদ্ধারকাজে নামেন পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। যদিও এখনো পর্যন্ত আটকে রয়েছেন ওই পরিবারের ২ সদস্য।

প্রসঙ্গত উল্লেখ্য, ৯ নম্বর আহিরীটোলা স্ট্রিটের দুই তলা বিশিষ্ট এই সুপ্রাচীন বাড়ির একাংশ আজ প্রবল বৃষ্টিপাতের ফলেই ভেঙে পড়ে। যদিও পুরো বাড়িটি বর্তমানে একটি বিপদজনক অবস্থায় রয়েছে। দমকল কর্মীদের যুদ্ধকালীন তৎপরতায় বৃহত্তর চাঙ্গরগুলি সরিয়ে উদ্ধারকার্য চালানো হচ্ছে । ইতিমধ্যেই দুজন উদ্ধার হলেও ওই ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে রয়েছে ওই পরিবারের সন্তান। পরবর্তীতে আরও দু’জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে খবর, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স মজুত রাখা হয়েছে। উদ্ধার করা ব্যক্তিদের দ্রুত হাসপাতালে উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। জানা যাচ্ছে ওই পরিবারের আরও এক সদস্যসহ ছোট্ট শিশুটি ভিতরে আটকা পড়ে রয়েছে। স্থানীয় সূত্রে খবর আজ সকালের দিকে হঠাৎ ভেঙে পড়ে এই বাড়িটি । বিকট শব্দ শুনে ছুটে আসেন এলাকার সাধারণ মানুষ, খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। জানা যাচ্ছে এখনও পর্যন্ত ওই ধ্বংসস্তূপের মধ্যে আটকা পরে রয়েছে ঐ পরিবারের এক শিশু এবং এক বৃদ্ধা। যুদ্ধকালীন তৎপরতায় চালানো হচ্ছে উদ্ধার কার্য।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

জরুরি বৈঠকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী । এম ভারত নিউজ

পাঞ্জাবে তড়িঘড়ি মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন বর্তমান মুখ্যমন্ত্রী চিরঞ্জিত সিং চান্নি । জানা যাচ্ছে পাঞ্জাবের বর্তমান কঠিন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতেই আজকের এই বৈঠক ডেকেছেন তিনি। সকাল সাড়ে ১০ টায় বৈঠক ডাকা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য গত কালই সর্বভারতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদ থেকে পদত্যাগ করেছেন নভজোৎ সিং সিধু। আর তারপর থেকেই বিরোধী […]

You May Like

Subscribe US Now

error: Content Protected