বর্ষীয়ান অ্যাথলেটিক্স কোচ পুরুষোত্তম রাই, শনিবার ভার্চুয়াল মাধ্যমে জাতীয় ক্রীড়া সম্মান গ্রহণ অনুষ্ঠানের ঠিক আগেরদিনই জীবনের ট্র্যাক ছেড়ে বিদায় নিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। হৃদরোগে আক্রান্ত ছিলেন বলেই জানা গেছে । গতকাল শুক্রবার প্রয়াণ ঘটে ২০২০ দ্রোণাচার্য সম্মানে ভূষিত এই কোচ । ক্রীড়া সম্মান প্রদান অনুষ্ঠানের মহড়াতেও অংশ নিয়েছিলেন তিনি । কিন্তু মুল অনুষ্ঠানে আর চোখ রাখতে পারলেননা ।

শনিবার জাতীয় ক্রীড়া দিবসেই ভার্চুয়াল মাধ্যমে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের থেকে দ্রোণাচার্য সম্মান গ্রহণ করার কথা ছিল তাঁর । দেশের প্রথম সারির বহু অ্যাথলিট সদ্য প্রয়াত কোচের প্রশিক্ষণে ক্রীড়াজগতে প্রতিষ্ঠিত হয়েছেন । যাঁদের মধ্যে অন্যতম হলেন অলিম্পিয়ান কোয়ার্টার-মাইলার বন্দনা রাও, হেপ্ট্যাথলিট প্রমীলা আইয়াপ্পা, অশ্বিনী নাচাপ্পা, মুরলি কুত্তান, এম কে আশা, জিজি প্রমীলা প্রমুখ । বর্ষীয়ান কোচের মৃত্যু সংবাদে শোকপ্রকাশ করেছেন প্রাক্তন অলিম্পিয়ান অঞ্জু ববি জর্জ ।
