‘দুয়ারে রেশন’ চলছে কেমন? ঘুরে দেখলেন রথীন ঘোষ । এম ভারত নিউজ

Mbharatuser

রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় রেশন দোকানগুলি পরিদর্শন ও এলাকার মানুষের সাথে কথা বলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।

1 0
Read Time:2 Minute, 41 Second

একুশের নির্বাচনের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, ফের ক্ষমতায় ফিরলে শুরু হবে দুয়ারে রেশন প্রকল্প। কথা রেখেছেন, তিনি। বহু জটিলতা কাটিয়ে শুরু হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প “দুয়ারে রেশন” প্রকল্প। আর সেই প্রকল্পের পরিষেবা পেতে যাতে সাধারন মানুষের কোন সমস্যা না হয় তার জন্য রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় রেশন দোকানগুলি পরিদর্শন ও এলাকার মানুষের সাথে কথা বলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।

জানা গিয়েছে যে, এদিন তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের বিভিন্ন এলাকা পরিদর্শন করার পর তমলুক পৌর এলাকার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী। এদিন মন্ত্রীর সাথে ছিলেন শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ জয়দেব বর্মন, তমলুক পুরসভার মুখ্য প্রশাসক দীপেন্দ্র নারায়ন রায় সহ অন্যান্যরা।

এদিন মন্ত্রী বলেন, চলতি মাসের ১৬ তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ” দুয়ারে রেশন” প্রকল্পের শুভ সূচনা করেছেন। সেই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত মানুষ যাতে দুয়ারে রেশন পায় তার ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি, প্রকল্পের কাজ কেমন চলছে, এলাকার মানুষের কাজ থেকে সেই বিষয়ে বিশদে জানেন তিনি। এমনকি, ডিলাররা যাতে সাধরন মানুষের কাছে এই প্রকল্পের পরিষেবার বর্ণনা সুন্দর ভাবে বলতে পারেন, তারজন্য ডিলারদের সাথেও কথা বলেন রথীন ঘোষ। বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখার পর তিনি জানান, পূর্ব মেদিনীপুর জেলায় সেইভাবে কোনো সমস্যা নেই। পরিষেবার কাজ সুন্দরভাবে হয়ে চলেছে।।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

এবার মদন মিত্র মাতলেন রাস উৎসবে । এম ভারত নিউজ

'কালারফুল বয়' মদন মিত্রকে এবার দেখা গেল অন্য রূপে। শান্তিপুরে সঙ্গীতশিল্পীর সম্মান হাতে নিয়ে কামারহাটির তৃণমূল বিধায়ক নিজেও মাতলেন এবং সকলকে মাতালেন । মঞ্চে শুধু কৃষ্ণনাম গাওয়া নয়, ‘কালারফুল’ মদন মিত্র শান্তিপুরের গঙ্গায় বসন্তমিলন করারও প্রতিশ্রুতি দিলেন ।

Subscribe US Now

error: Content Protected