Read Time:1 Minute, 16 Second
নিজস্ব সংবাদদাতা,হাওড়াঃ
গত কয়েকদিন আগেই আমতায় এসে পৌঁছে ছিলো জাতীয় বির্পজয় মোকাবিলা বাহিনী। কিন্তু জেলা ও স্থানীয় আমতা (২) ব্লক প্রশাসনের সবুজ সংকেত না মেলায় কাজ শুরু করতে পারেনি এনডিআরএফের জওয়ানরা।স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলার পর নিচু এলাকায় নিজেদের বাড়িতে আটকে পরা প্রিয়জনেদের উদ্ধারের দাবি করেন স্থানীয় বাসিন্দারা। মুখ্যমন্ত্রী সবরকম সহযোগিতার পাশাপাশি জেলাশাসককে নির্দেশ দেন আটকে পরা বাসিন্দাদের উদ্ধারের। মুখ্যমন্ত্রী ফিরে যাবার কয়েকঘন্টার মধ্যেই তৎপর হল হাওড়া জেলা প্রশাসন। আপাতকালীন তৎপরতায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুতি নিতে নির্দেশ দিল জেলা প্রশাসন। আমতার সেহাগড়ি মোড়ে চলছে এনডিআরএফের স্পিড বোর্ড সহ যাবতীয় প্রস্তুতি শুরু।
