কাশ্মীরে কর্মরত এক সেনা জওয়ানের ‘রহস্য-মৃত্যু’র ঘটনায় চাঞ্চল্য ছড়াল। হাওড়ার উদয়নারায়ণপুরের পেঁড়ো গ্রামের বাসিন্দা বরুণ দাসের অস্বাভাবিক মৃত্যুতে বাড়ছে রহস্য। মৃতের পরিবার সূত্রের খবর, শুক্রবার দুপুরে পরিবারের সাথে কথা বলা মাত্র ঘন্টাখানেকের মধ্যে বাড়িতে আসে ওই দু:সংবাদ।
শ্রীনগরের সেনা ছাউনি থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হয় বরুণ বাবুর দেহ। তিনি ‘আত্মঘাতী’ হয়েছেন বলে বাড়িতে খবর আসে। যদিও, তাঁর স্ত্রীর অভিযোগ যিনি মাত্র তার এক ঘন্টা আগে বাড়িতে ফোন করে স্বাভাবিক কথাবার্তা বলেছিলেন তারপরে কিভাবে ঘটতে পারে এমন একটা ঘটনা।
ডিউটির চাপে কি এমন ঘটনা না অন্য কোনও কারণে এই ঘটনা সেটাই বুঝে উঠতে পারছেন না মৃতের পরিবার। প্রসঙ্গত, গত ১৯ বছর ধরে সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন বরুণ দাস। মাত্র হপ্তাখানেক আগেই পদোন্নতি হয়েছিল তাঁর। বরুণ দাসের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবারে ও গোটা গ্রামে