কোভিডের নিষেধাজ্ঞা মাথায় রেখেই আজ খোলা হল রেল মিউজিয়াম। হাওড়া স্টেশন সংলগ্ন এই রেল মিউজিয়ামটি স্বদেশি এবং বিদেশি সকল প্রকার পর্যটকদের ভিড় জমাতে সাহায্য করে। রেল এবং রেলের ইতিহাস সম্পর্কে আগ্রহী নানান জ্ঞানী ব্যক্তির সমারোহ ঘটে এই মিউজিয়ামে তবে এই বছর মার্চে করোনা সংক্রমণের পর থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল এই মিউজিয়াম। তবে পুনরায় খোলার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ ,শর্ত কেবল একটাই, মানতে হবে কোভিডের সমস্ত গাইডলাইণ ।

উল্লেখ্য, প্রায় নয় মাস বাদে খুলেছে এই মিউজিয়াম, এই রিজিওনাল মিউজিয়ামে পূর্ব ভারতের রেল চলাচল এবং বিবর্তনের সমস্ত ইতিহাস ও তার প্রমাণ বর্তমান। প্রত্যেক সপ্তাহে শুক্রবার থেকে বুধবার পর্যন্ত খোলা থাকবে এই মিউজিয়াম।
এই মিউজিয়ামে ভারতীয় বাষ্প চালিত রেল , ভিন্টেজ কামরা, লন্ঠন সিগনাল সহ আরো নানান অ্যান্টিক জিনিষ সংরক্ষিত রয়েছে। মিউজিয়াম পিপাসু মানুষেরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আজকের এই দিনটির জন্য।