নিজস্ব সংবাদদাতা, হাওড়া : ভোটের আগেই হাওড়া গ্রামীণ পুলিশে বড়সড় রদবদল। আমতা থানার ওসি হচ্ছেন রাজাপুর থানার সৌমেন গঙ্গোপাধ্যায়। আমতা থানার ওসি কিঙ্কর মণ্ডল যাচ্ছেন গ্রামীণ হাওড়া জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের ওসি পদে। উলুবেড়িয়া থানায় কর্মরত অভিষেক রায়কে বদলি করা হচ্ছে জয়পুর থানার ওসি হিসেবে। জয়পুর থানার ওসি তাপস নস্করকে বদলি করা হচ্ছে বাগনান থানায়। বাউরিয়া থানার নতুন ওসি হচ্ছেন সুমন্ত দাস। উলুবেড়িয়া মহিলা থানার ওসি হচ্ছেন ডিআইবিতে কর্মরত পিঙ্কি চক্রবর্তী।
জেলা পুলিশ সূত্রে খবর, প্রধান নির্বাচন কমিশনার সুনীল আরোরার নেতৃত্বাধীন ফুলবেঞ্চের নির্দেশে গ্রামীণ হাওড়ার জেলা পুলিশের একাধিক থানার ভারপ্রাপ্ত আধিকারিক বদল করা হচ্ছে। ইতিমধ্যে সেই সংক্রান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলা পুলিশ কমিশনারেট।
এছাড়াও পেঁড়ো আউট পোস্টের দায়িত্ব পাচ্ছেন পিয়াল ঘোষ। গড়চুমুক আউটপোস্টের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে মফিজুল আলমের হাতে। ওসি ওয়াচের দায়িত্ব সামলাবেন মৃত্যুঞ্জয় ঘোষ, ডিআইবি কৌস্তভ কর্মকার, ওসি ট্রাফিক(টেনিং) নিশিকান্ত নস্করকে। উলুবেড়িয়া মহকুমা আদালতের দায়িত্ব সামলাবেন অমিতাভ সরকার। ইতিমধ্যে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে জেলা পুলিশের তরফে। দু-এক দিনের মধ্যেই তা কার্যকর হবে বলে জানিয়েছেন জেলা পুলিশের এক শীর্ষকর্তা।