নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে জলমগ্ন হাওড়া । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 54 Second

নিজস্ব সংবাদদাতা, হাওড়া :

নিম্নচাপের জেরে টানা বৃষ্টিপাতের ফলে জলমগ্ন হাওড়ার বহু এলাকা। হাওড়া পৌরনিগমের বালি,লিলুয়া,ঘুসুড়ি,পিলখানা,বেলগাছিয়া,টিকিয়াপাড়া,ব্যাঁটরা,শিবপুর,দাসনগর সহ সর্বত্রই একই চিত্র ধরা পড়েছে। অপরদিকে গ্রামীণ হাওড়ার একমাত্র পৌরসভা উলুবেড়িয়ার বাউড়িয়া,চেঙ্গাইল,শ্যামপুর সহ একাধিক এলাকা জলের তলায়।চাষের জমিগুলিতে জল ঢুকে যাওয়ায় নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে ফসল। উলুবেড়িয়া পৌরসভার বাউড়িয়া,চেঙ্গাইল,শ্যামপুর রূপনারায়ন নদীর উপকূলবর্তী হওয়ায় উপকূলবর্তী বেশিরভাগ ঘর বাড়ির মধ্যেই জল ঢুকে গেছে। স্থানীয় প্রশাসনের তৎপরতায় নদীর উপকূলবর্তী মানুষজনকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে।

পাশাপাশি জলমগ্ন রয়েছে হাওড়া পঞ্চায়েত এলাকার বেগড়ি, কলোড়া, বাঁকড়া, আন্দুল,মৌড়ি, সাঁকরাইল,ধুলাগড়, রানীহাটি, হাকোলা, রঘুদেবপুর,বাসুদেবপুর,বানীবন,যদুরবেড়িয়া,বাগনান বাসষ্ট্যান্ড,আমতা সহ একাধিক বিস্তীর্ন এলাকা। কোথাও বাড়ির ভিতরে প্রবেশ করেছে বৃষ্টির জল। কোথাও রাস্তাঘাট ডুবে হাঁটু সমান জল। জল যন্ত্রণায় নাকাল জেলাবাসী। জানা যাচ্ছে, পৌরসভার বাসিন্দাদের জলমুক্ত করতে ইতিমধ্যেই চালানো হয়েছে একাধিক পাম্প মেশিন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভারী বর্ষণে জলের তলায় শিলাবতী নদীর কজওয়ে । এম ভারত নিউজ

নিম্নচাপ জনিত টানা বৃষ্টির জেরে বাঁকুড়ার সবকটি নদীতেই জলস্তর বাড়ছে। ফলে সমস্যায় পড়ছেন অসংখ্য সাধারণ মানুষ।শুক্রবার সকালে সিমলাপালের ভেলাইডিহায় গিয়ে দেখা গেল শিলাবতী নদীর কজওয়েটি জলের তলায়। জানা যাচ্ছে, সিমলাপাল ব্লক এলাকার লক্ষীসাগর, পার্শ্বলা গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তত ৩৫ টি গ্রামের সঙ্গে বাঁকুড়া শহর সহ বহির্জগতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ […]
district_446

Subscribe US Now

error: Content Protected