নিজস্ব সংবাদদাতা, হাওড়া :
নিম্নচাপের জেরে টানা বৃষ্টিপাতের ফলে জলমগ্ন হাওড়ার বহু এলাকা। হাওড়া পৌরনিগমের বালি,লিলুয়া,ঘুসুড়ি,পিলখানা,বেলগাছিয়া,টিকিয়াপাড়া,ব্যাঁটরা,শিবপুর,দাসনগর সহ সর্বত্রই একই চিত্র ধরা পড়েছে। অপরদিকে গ্রামীণ হাওড়ার একমাত্র পৌরসভা উলুবেড়িয়ার বাউড়িয়া,চেঙ্গাইল,শ্যামপুর সহ একাধিক এলাকা জলের তলায়।চাষের জমিগুলিতে জল ঢুকে যাওয়ায় নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে ফসল। উলুবেড়িয়া পৌরসভার বাউড়িয়া,চেঙ্গাইল,শ্যামপুর রূপনারায়ন নদীর উপকূলবর্তী হওয়ায় উপকূলবর্তী বেশিরভাগ ঘর বাড়ির মধ্যেই জল ঢুকে গেছে। স্থানীয় প্রশাসনের তৎপরতায় নদীর উপকূলবর্তী মানুষজনকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে।

পাশাপাশি জলমগ্ন রয়েছে হাওড়া পঞ্চায়েত এলাকার বেগড়ি, কলোড়া, বাঁকড়া, আন্দুল,মৌড়ি, সাঁকরাইল,ধুলাগড়, রানীহাটি, হাকোলা, রঘুদেবপুর,বাসুদেবপুর,বানীবন,যদুরবেড়িয়া,বাগনান বাসষ্ট্যান্ড,আমতা সহ একাধিক বিস্তীর্ন এলাকা। কোথাও বাড়ির ভিতরে প্রবেশ করেছে বৃষ্টির জল। কোথাও রাস্তাঘাট ডুবে হাঁটু সমান জল। জল যন্ত্রণায় নাকাল জেলাবাসী। জানা যাচ্ছে, পৌরসভার বাসিন্দাদের জলমুক্ত করতে ইতিমধ্যেই চালানো হয়েছে একাধিক পাম্প মেশিন।
