ধেঁয়ে আসছে ঘূর্ণিঝড় ‘যশ’, কখন কোথায় অবস্থান ? জেনে নিন । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 4 Second

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ যশ শক্তি বাড়িয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে ঘূর্ণিঝড়। আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট অনুসারে, ভোর সাড়ে পাঁচটা নাগাদ, স্যাটেলাইট চিত্র অনুসারে জানতে পারা গেছে, দীঘা থেকে ৬৫০ কিলোমিটার দূরে অবস্থান করছিল এই ঘূর্ণিঝড়। পাশাপাশি উড়িষ্যা উপকূল থেকে এই ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থলের দূরত্ব ছিল ৫৪০ কিলোমিটার। মৌসম ভবনের তরফ থেকে দেওয়া তথ্য অনুসারে, ক্রমাগত দিক পরিবর্তন করে উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে এই ঘূর্ণিঝড়। ক্রমাগত শক্তি বাড়িয়ে, শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পরই আগামীকাল তা আরও শক্তিশালী হয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে বুধবার দুপুরের মধ্যেই দীঘা এবং পুরী সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। বুধবার দুপুরের পর তা ক্রমাগত দিক পরিবর্তন করে আছড়ে পড়বে সাগরদ্বীপ এবং পারাদ্বীপের মধ্যবর্তী অংশে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ সারাদিন ব্যাপী ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই মহানগরীসহ বিভিন্ন এলাকাতে কালোমেঘ ঘনীভূত হতে দেখা গেছে আকাশে। ইতিমধ্যেই সমস্ত রকম নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। উপকূলবর্তী মানুষের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নারদা মামলায় CBI-এর আর্জি খারিজ, বৃহত্তর বেঞ্চে শুনানি শুরু । এম ভারত নিউজ

নারোদা মামলায় সিবিআইয়ের আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যেই শুরু হল বৃহত্তর বেঞ্চে মামলার শুনানি। আজ নারোদা মামলায় ধৃত ৪ হেভিওয়েট নেতার অন্তর্বর্তী জামিনের বিষয়ে সর্বোচ্চ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে হাইকোর্টে তরফে। যদিও হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল তদন্ত সংস্থা। পাশাপাশি আগামী বুধবার পর্যন্ত […]

Subscribe US Now

error: Content Protected