১লা মে থেকে গো টা দেশে শুরু হতে চলেছে ১৮ বছরের উর্ধ্বে সবাইকে করোনা টিকা দান।
তার আগে 28শে এপ্রিল বিকেল ৪টে থেকে করোনা টিকার জন্য অনলাইন রেজিস্ট্রেশন শুরু হওয়ার কথা ছিল। সেইমতো coWIN এবং আরোগ্য সেতু অ্যাপ থেকে বুধবার বিকেলে ৪টের সময় শুরু হয়ে যায় রেজিস্ট্রেশন প্রক্রিয়া। কিন্তু রেজিষ্ট্রেশনের জন্য এমনই হুড়োহুড়ি লেগে যায় যে কয়েক মুহুর্তের মধ্যেই ক্ল্যাস করে coWIN এর ওয়েবসাইট।
বেশিরভাগ ব্যবহারকারীর কাছে ম্যাসেজ আসতে থাকে “এই মুহূর্তে CoWIN-এর সার্ভারে কিছু সমস্যা দেখা দিয়েছে। দয়া করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন।’এদিকে আবার বহু ইউজার আরোগ্য সেতু অ্যাপ থেকেও রেজিস্ট্রেশন করার সময়ে সমস্যার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করেছেন। অনেকের ফোনেই Error মেসেজ আসছে বলে জানা গিয়েছে। মনে করা হচ্ছে, একসঙ্গে বহু মানুষ CoWIN পোর্টাল এবং আরোগ্য সেতু অ্যাপ থেকে রেজিস্ট্রেশন করার জন্যই এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।