পুত্র সন্তানের জন্ম না দেওয়ায় স্ত্রীর উপর অ্যাসিড হামলা স্বামীর । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 51 Second

যুগের বদল হয়েছে। প্রযুক্তির দিক থেকে সমাজ এগোলেও কিছু কিছু ক্ষেত্রে সমাজ এখনও পিছিয়েই রয়েছে|তার আরও একবার প্রমাণ মিলল পাঞ্জাবে। দুই কন্যা সন্তানের জন্ম দিয়েছে স্ত্রী,পুত্র নেই। আর সেকারণেই স্বামীর অ্যাসিড হামলার শিকার হলেন স্ত্রী। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ওই আক্রান্ত মহিলা চিকিৎসাধীন। ইতিমধ্যেই এই ঘটনায় মামলা রুজু করেছে পুলিশ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের পাতিয়ালা জেলার নওগাভান গ্রামে। ২০১৪ সালে বিয়ে হয়েছিল ওই দম্পতির। এরপর দুটি সন্তান হয় তাঁদের। কিন্তু দুজনই কন্যাসন্তান। একজনের বয়স ৬, অপরজনের ৪। আর এই নিয়েই দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি।

পুত্র সন্তানের জন্য দীর্ঘদিন ধরেই স্ত্রীর উপর অত্যাচার চালাত অভিযুক্ত স্বামী।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার দিন অর্থাৎ গত মঙ্গলবার রাতেও একই কারণে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হয়। এই সময়ই রাগের মাথায় স্ত্রীর গায়ে অ্যাসিড ছোঁড়ে অভিযুক্ত স্বামী, তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মহিলার আর্তনাদ শুনে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। মহিলাকে তাড়াতাড়ি স্থানীয় রাজপুরা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই গুরুতর অবস্থায় আপাতত চিকিৎসাধীন ওই মহিলা। চিকিৎসকরা জানিয়েছেন, মহিলার শরীরের ৫৮ শতাংশ পুড়ে গিয়েছে। বুকে এবং মাথায় গুরুতর আঘাতও রয়েছে। এদিকে, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পলাতক অভিযুক্তের খোঁজ শুরু হয়েছে। এই কুকীর্তির পিছনে অন্য কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। পাশাপাশি ওই অ্যাসিড কোথা থেকে সংগ্রহ করেছিলেন ওই ব্যক্তি? সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তবে এই নিন্দনীয় ঘটনায় গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

এক লস্কর জঙ্গির সূত্র ধরে উঠে এল আরেক জঙ্গির নাম । এম ভারত নিউজ

এনআইএর জালে ধরা পড়ল এই লস্কর জঙ্গির শুভাকাঙ্ক্ষী আলতাফ আহমেদ । তথ্য বলছে তানিয়া পারভিনের সূত্র ধরেই খবর পাওয়া গেছে আলতাফ আহমেদের। আলতাফ আহমেদ কাশ্মীরের নিবাসী , তাঁর বাবার নাম গোলাম নবী। আলতাফ আহমেদ পেশায় একজন স্কুল শিক্ষক । আর পাঁচজন সাধারণ মানুষের জীবনযাপন করতেন তিনি তবে গোপনে লস্কর জঙ্গিদের […]

Subscribe US Now

error: Content Protected