‘অভিষেককে ব্যক্তিগতভাবে চিনি না’, সিবিআই জেরায় দাবি কুন্তলের। এম ভারত নিউজ

admin

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে চেনেন না বলেই দাবি নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের।

0 0
Read Time:4 Minute, 26 Second

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে চেনেন না বলেই দাবি নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের। আদালত থেকে নির্দেশ পাওয়ার পর জেলে গিয়ে কুন্তল ঘোষকে জেরা করেছে সিবিআই। সূত্রের খবর, সেই জেরাতেই কুন্তল জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ব্যক্তিগত কোনও সম্পর্ক নেই। সবাই যেভাবে চেনেন, তিনিও সেভাবেই চিনতেন। সিবিআই সূত্রে খবর, কুন্তল এ কথাও বলেছেন, শহিদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য খবরের কাগজে পড়েছেন। এমনকি কুন্তলের দাবি, ‘চিঠি লেখার জন্য কোনও চাপ দেওয়া হয়নি। নিজে থেকে লিখেছি।’ একইসঙ্গে অভিষেকের সঙ্গে তাঁর ছবি প্রসঙ্গেও কুন্তল বলেছেন, রাজনৈতিক অনুষ্ঠানে দেখা হয়েছিল। সেখানেই ছবি তুলেছেন তিনি। এর আগে একই সুর শোনা গিয়েছে অভিষেকের বক্তব্যেও।

গত শনিবার নিজাম প্যালেসে কুন্তল ঘোষ প্রসঙ্গে অভিষেক বলেছিলেন, “আমি কোনওদিন কুন্তলকে দেখিইনি, চিনিই না… আমার ফোনে কথাও হয়নি। ২৯ মার্চ শহিদ মিনার ময়দানে যে বক্তব্য রেখেছিলাম, কোথাও কুন্তল ঘোষের নাম নিইনি। অনেকেই তো গ্রেফতার হয়েছেন। আমি তো কারও নাম নিই। আমি কি একবারও বলেছি কুন্তলকে চাপ দেওয়া হয়েছে? আমি বলেছি, মদন মিত্র ও কুণাল ঘোষের সঙ্গে এই কাজ করা হয়েছে। তাঁরা জামিনে মুক্তি পাওয়ার পর, হেফাজতে থাকাকালীন তাঁদের অভিজ্ঞতা আমাকে জানিয়েছেন। সেই ভিত্তিতে আমি বলেছি।”

কয়েকদিন আগে কুন্তল ঘোষের চিঠি নিয়ে বেশ শোরগোল পড়ে যায়। জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। চিঠিতে তাঁর অভিযোগ, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম বলানোর জন্য চাপ দিচ্ছেন তদন্তকারীরা’। কেন এমন অভিযোগ? জানতে সিবিআই ও ইডি-কে তদন্তের নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বলেন,”অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করা উচিত”। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন অভিষেক। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায় হাইকোর্টের বিচারপতি অমৃত সিনহার সিঙ্গল বেঞ্চে। শুধু তাই নয়, কুন্তল ঘোষ চিঠি মামলায় নিজাম প্যালেসে অভিষেককে ৯ ঘণ্টা ৪০ মিনিট ধরে জেরাও করেছে সিবিআই। এবার এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হল স্বয়ং কুন্তল ঘোষকে।

এদিকে কুন্তল ঘোষ চিঠি মামলায় সুপ্রিম কোর্টে আপাত স্বস্তি পেলেন অভিষেক। আদালতের সময় নষ্ট করার জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ২৫ লাখ টাকা জরিমানা করেছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশ স্থগিতাদেশ জারি করেছে দেশের শীর্ষ আদালত। তবে হাইকোর্টের নির্দেশ বহাল রেখে সিবিআই চাইলেই অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

চাকরি বিক্রি নিয়ে বড়সড় অভিযোগ শুভেন্দুর, কী বললেন মালদায়? এম ভারত নিউজ

তৃণমূল জমানায় চাকরি বিক্রি হয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি।

Subscribe US Now

error: Content Protected