আশা করছি আরও বেশ কিছুদিন দেশের জন্য খেলতে পারব : মিতালি রাজ । এম ভারত নিউজ

user 2
0 0
Read Time:2 Minute, 34 Second

কেরিয়ারের গোধূলিতে এসে যেন আরও বেশি করে উজ্জ্বল হয়ে উঠছেন মিতালি রাজ। মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের মালিক হয়েছেন কিছুদিন আগেই। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে দলকেও জিতিয়েছেন অপরাজিত অর্ধশতরান করে। তবে ৩৮ বছরের মিতালিকে নিয়ে সমালোচনাও কম হয়নি। যখনই একটু ব্যর্থ হয়েছেন, তখনই বয়সের খোঁচা দিয়ে মিতালিকে দল থেকে বের করে দেওয়ার সওয়ালও করেছেন অনেকে। তবে নিন্দুকদের কথায় কান দিতে নারাজ ওয়ান ডে ও টেস্ট ফরম্যাটে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। এখনও তাঁর মধ্যে রান করার খিদে রয়েছে বলেই মনে করেন মিতালি। তিনি বলেন, ‘ক্রিকেটের সফরটা কখনওই আমার জন্য সুখকর ছিল না। অনেক আপ ডাউন এসেছে এই কেরিয়ারে। একটা সময় ছিল যখন বিভন্ন কারণের জন্য ক্রিকেট ছেড়ে দিতে চেয়েছিলাম আমি। কিন্তু এরপর সেই সিদ্ধান্ত থেকে সরেও আসি। ২২ বছর হয়ে গেল আমার আন্তর্জাতিক ক্রিকেটে। কিন্তু এখনও সমানভাবে রান করার খিদে কাজ করে আমার ভেতরে।

শার্লটি এডওয়ার্ডসকে টপকে মহিলা ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছিলেন মিতালি। তাঁর ঝুলিতে এই মুহূর্তে রয়েছে ১০ হাজার ৩৭৭ রান। মিতালি বলেন, ‘ক্রিকেটের জন্য প্যাশনটা এখনও আমার মধ্যে সমান কাজ করে। এখনও ২২ গজে গিয়ে সময় কাটাতে চাই। ২২ গজে দেশকে আরও ম্যাচ জেতাতে চাই। জানি কিছু কিছু জায়গায় আমাকেও আরও উন্নতি করতে হবে। আমি তা দ্রুত শুধরে নেওয়ার চেষ্টা করছি। আশা করি আরও বেশ কিছুদিন দেশের জন্য খেলতে পারব।’ আপাতত টেস্ট ও ওয়ান ডে ফরম্যাটে দেশকে আরও ম্যাচ জেতাতে মরিয়া তিনি। ২০১৭ সালে তাঁর নেতৃত্বে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিভীষিকার মত জ্বলছে মেক্সিকো উপসাগর । এম ভারত নিউজ

গলিত লাভা সদৃশ জলের বাইরে ঝাঁপিয়ে পড়া উজ্জ্বল কমলা শিখাটিকে আগুনের বৃত্তাকার আকৃতি, যেন “আগুনের চক্ষু”, তাই বলেই চিহ্নিত করা হচ্ছে এই ভয়ঙ্কর দৃশ্যকে। শুক্রবার ভোরে মেক্সিকোয় ইউকাটান উপদ্বীপের পশ্চিমে সমুদ্রের তলদেশে আগুন নিভিয়ে দেওয়া হয়েছে, রাষ্ট্রীয় তেল সংস্থা পেমেক্স জানিয়েছে, ভাইরাল হওয়া ভিডিওগুলিতে দেখতেন পাওয়া আগুন জ্বলার জন্য দায়ী […]
abroad_98

Subscribe US Now

error: Content Protected