রাকেশ টিকায়েতের সঙ্গে বৈঠকের পরে কেন্দ্রীয় সরকারের তীব্র বিরোধিতা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যায় কৃষি আন্দোলনকে সম্পূর্ণ সমর্থনের পাশাপাশি আজ কেন্দ্রীয় সরকারকে এক একটি কর্মসূচির ধরে বিরোধিতার কারণ দর্শালেন তিনি। “ইউপিএ-চেয়ারম্যান হবেন? “এই প্রশ্নের উত্তরে তিনি সরাসরি বলেন, “মোদিকে তাড়াতে চাই”।কেন্দ্র সরকারের নয়া ঘোষণা অনুসারে ১৮ বছরের উর্ধ্বে ফ্রিতে ভ্যাকসিন দেওয়ার প্রসঙ্গে তিনি জানান, “ফ্রি ভ্যাকসিন বিজেপি নিজের পকেট থেকে দিচ্ছে না। দেশের জনগনের টাকা থেকে দিচ্ছে।৩৫ হাজার কোটি টাকা কোথায় গেল? প্রধানমন্ত্রী ভাষণ ছাড়া আর কিছুই দেন না। পিএম কেয়ারস ফান্ডে কত টাকা আছে?”
প্রসঙ্গত উল্লেখ্য, বিধানসভা নির্বাচন ২০২১ এর পর থেকেই ক্রমাগত বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম আর সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ওরা কারো কথা ভাবে না। কোভিড ভ্যাকসিনের উপর জিএসটি লাগু করছে। এটা তো মানুষ মারার চক্রান্ত।”তাছাড়াও নোটবন্দি প্রসঙ্গে তিনি বলেন, “সাত বছরে বিজেপি যে রাজত্ব চালাচ্ছে তা শুধু বে-রোজগারি বাড়ানোর জন্য। দেশের অর্থনীতির আজ হয়ে গেছে। অফিসারদেরকেও ভয় দেখাচ্ছে। ওদের কিছু বলার অধিকার ও কেড়ে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আস্থাশীল মুখ্যমন্ত্রীর অভিমত, রাজ্য সরকারগুলোর একটা ইউনিয়ন তৈরি করা উচিৎ। যাতে কোনো রাজ্যের বিরুদ্ধে অন্যায় কিছু হলে সবাই একসাথে প্রতিবাদ করা যায়।”