‘চুমু খাব, আটকাতে পারবেন ?” কোভিড বিধি না মেনে পুলিশের সঙ্গে তর্ক মহিলার । এম ভারত নিউজ

user
0 0
Read Time:3 Minute, 3 Second

কোভিড বিধি লঙ্ঘন করতে দেখা যাচ্ছে পথচলতি মানুষদেরকে| এবার এক অন্যরকম চিত্র ধরা পড়ল| রাজধানী দিল্লিতে করোনা রুখতে হাতিয়ার হিসাবে সপ্তাহান্তের লকডাউন করা হল। কিন্তু সেই লকডাউনের তোয়াক্কা না করেই কর্তব্যরত পুলিশকেই পাল্টা নিয়ম শেখানোর অভিযোগ উঠল এক দম্পতির বিরুদ্ধে। ইতিমধ্যেই দিল্লি পুলিশ তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, মাস্ক ছাড়াই এক দম্পতি দিল্লির রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। তাঁদের কাছে ‘কার্ফু পাস’ ছিল না বলেও অভিযোগ পুলিশের। এই লকডাউন পরিস্থিতিতে পুলিশ গাড়ি আটকানোয় বচসা বাঁধে দম্পতির সঙ্গে। তখন গাড়ির মধ্যে থাকা মহিলা বলেন, “আমি আমার স্বামীকে চুমু খাব, আপনি আটকাতে পারবেন? জানেন আমার বাবাও একজন এসআই।” গাড়ির মধ্যে থাকা পুরুষটি ও সওয়াল করেন, “আমি আমার স্ত্রীর সঙ্গে আছি, আপনি গাড়ি কেন আটকালেন?” ওই দম্পতি একের পর এক যুক্তি দেখাতে শুরু করে তখন পুলিশ আধিকারিক তাঁদের হাইকোর্টের পর্যবেক্ষণের কথা জানান যে,একা গাড়িতে থাকলেও মাস্ক পরতেই হবে অর্থাৎ বাইরে বেরোলে মাস্ক পরা বাধ্যতামূলক। তারপরেও ওই দম্পতি পুলিশের সঙ্গে ঝগড়া থামাননি| এরপর ওই দম্পত্তিকে পুলিশ তাঁদের নিকটবর্তী থানায় নিয়ে যায় এবং এফআইআর দায়ের করেন তাঁদের বিরুদ্ধে। গাড়ির মধ্যে থাকা পুরুষটিকে অর্থাৎ পঙ্কজ দত্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

যে মহিলাকে পঙ্কজ তাঁর স্ত্রী বলে পরিচয় দিয়েছেন সেই আভা গুপ্তাকেও দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। দিল্লিতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। রবিবার রিপোর্ট অনুযায়ী সেখানে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২৫ হাজার জন। গত সপ্তাহেই মুখ্যমন্ত্রী কেজরীবাল নির্দেশ দিয়েছিলেন সপ্তাহান্তে লকডাউনের। নিয়মভঙ্গের জন্য শনিবার ও রবিবার পুলিশ ৫৬৯টি এফআইআর ও ২,৩৬৯টি চালান কেটেছে। করোনা বিধি না মানার জন্য গ্রেফতার হয়েছেন ৩২৩ জন |

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মাস্ক ছাড়া ধরা পড়লেই জরিমানা হবে ৫০০ টাকা । এম ভারত নিউজ

মাস্ক ছাড়া ধরা পড়লেই জরিমানা হবে ৫০০ টাকা । করোনা সংক্রমণের প্রাথমিক পর্যায়ে বলা হয়েছিল ,জনবহুল এলাকা থেকেই সংক্রমণ সর্বোচ্চ পরিমাণে ছড়াচ্ছে। তাই করোনা সংক্রমণ প্রতিহত করতে হাওড়া শিয়ালদা ডিভিশনের রেলস্টেশনে করোনা মোকাবেলায় তৎপর রেল পুলিশ। গত এক সপ্তাহের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ ৭ হাজার পার করেছে। […]

Subscribe US Now

error: Content Protected