কোভিড বিধি লঙ্ঘন করতে দেখা যাচ্ছে পথচলতি মানুষদেরকে| এবার এক অন্যরকম চিত্র ধরা পড়ল| রাজধানী দিল্লিতে করোনা রুখতে হাতিয়ার হিসাবে সপ্তাহান্তের লকডাউন করা হল। কিন্তু সেই লকডাউনের তোয়াক্কা না করেই কর্তব্যরত পুলিশকেই পাল্টা নিয়ম শেখানোর অভিযোগ উঠল এক দম্পতির বিরুদ্ধে। ইতিমধ্যেই দিল্লি পুলিশ তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, মাস্ক ছাড়াই এক দম্পতি দিল্লির রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। তাঁদের কাছে ‘কার্ফু পাস’ ছিল না বলেও অভিযোগ পুলিশের। এই লকডাউন পরিস্থিতিতে পুলিশ গাড়ি আটকানোয় বচসা বাঁধে দম্পতির সঙ্গে। তখন গাড়ির মধ্যে থাকা মহিলা বলেন, “আমি আমার স্বামীকে চুমু খাব, আপনি আটকাতে পারবেন? জানেন আমার বাবাও একজন এসআই।” গাড়ির মধ্যে থাকা পুরুষটি ও সওয়াল করেন, “আমি আমার স্ত্রীর সঙ্গে আছি, আপনি গাড়ি কেন আটকালেন?” ওই দম্পতি একের পর এক যুক্তি দেখাতে শুরু করে তখন পুলিশ আধিকারিক তাঁদের হাইকোর্টের পর্যবেক্ষণের কথা জানান যে,একা গাড়িতে থাকলেও মাস্ক পরতেই হবে অর্থাৎ বাইরে বেরোলে মাস্ক পরা বাধ্যতামূলক। তারপরেও ওই দম্পতি পুলিশের সঙ্গে ঝগড়া থামাননি| এরপর ওই দম্পত্তিকে পুলিশ তাঁদের নিকটবর্তী থানায় নিয়ে যায় এবং এফআইআর দায়ের করেন তাঁদের বিরুদ্ধে। গাড়ির মধ্যে থাকা পুরুষটিকে অর্থাৎ পঙ্কজ দত্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
যে মহিলাকে পঙ্কজ তাঁর স্ত্রী বলে পরিচয় দিয়েছেন সেই আভা গুপ্তাকেও দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। দিল্লিতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। রবিবার রিপোর্ট অনুযায়ী সেখানে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২৫ হাজার জন। গত সপ্তাহেই মুখ্যমন্ত্রী কেজরীবাল নির্দেশ দিয়েছিলেন সপ্তাহান্তে লকডাউনের। নিয়মভঙ্গের জন্য শনিবার ও রবিবার পুলিশ ৫৬৯টি এফআইআর ও ২,৩৬৯টি চালান কেটেছে। করোনা বিধি না মানার জন্য গ্রেফতার হয়েছেন ৩২৩ জন |