Read Time:1 Minute, 23 Second

ICICI-ভিডিয়োকন মামলায় ICICI ব্যাংকের প্রাক্তন CEO চন্দা কোছারের স্বামী দীপক কোছারের বিরুদ্ধে বেশ কিছু তথ্য-প্রমাণ হাতে পাওয়ার পর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লীর অফিসে ডেকে পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি) । জেরা করার পরে বহু প্রশ্নের সন্তোষজনক না-পাওয়ায় আর্থিক তছরুপ মামলায় তাঁকে গ্রেফতার করল ইডি ।অভিযোগ, তাঁরা বেআইনিভাবে ব্যাঙ্ক থেকে ১৮৭৫ কোটি টাকা ঋণ পাইয়ে দিয়েছেন। ইডি-র পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আগে থেকেই তদন্ত চালাচ্ছিল গোয়েন্দা সংস্থা সিবিআই। চন্দা কোছার প্রধান থাকাকালীন কীভাবে ভিডিয়োকন ও মেটিক্স ফার্টিলাইজার ছাড়াও বেসরকারি কোম্পানিগুলি ঋণের অনুমোদন পেল, তার তদন্ত শুরু করেছে ইডি। ঋণে অনুমোদন দিয়ে চন্দা তাঁর স্বামীর কোম্পানির মাধ্যমে লাভবান হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে ।
