দেশজুড়ে করোনা সংক্রমণ আছড়ে পড়েছে।তাই করোনা আবহে বাতিল হয়ে গেল আইসিএসই দশম শ্রেণির পরীক্ষা। আপাতত স্থগিত রইল দ্বাদশ শ্রেণির পরীক্ষা। গত বুধবারই কেন্দ্রের তরফ থেকে আইসিএসই ও আইএসসি বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা মুলতুবি রাখার কথা জানিয়েছিল। কিন্তু করোনা আবহের জেরে আইসিএসই বোর্ডকেও পরীক্ষা বাতিলের পথেই হাঁটতে হল। এর আগেও করোনা আবহের জেরে রাজ্যে একাধিক পরীক্ষা বাতিল হয়েছে।বোর্ডের দ্বাদশ ও দশম শ্রেণির পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল মহারাষ্ট্র সরকার| তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ও উচ্চ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে সিবিএসই দশম শ্রেণির পরিক্ষা বাতিল ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা করেন। এরপরই বাতিল করে দেওয়া হল মেডিক্যাল স্নাতকোত্তর নিট পরীক্ষা। বিরোধীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সিবিএসই পরীক্ষা বাতিলের আর্জি জানিয়েছিল।দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত রাখার আর্জি জানিয়েছিলেন। যদিও কেন্দ্র সরকার সেই আবেদনে এখনও সাড়া দেয়নি। শিক্ষামন্ত্রী জানিয়েছেন,দশম শ্রেণির মূল্যায়ন হবে কিন্তু বিকল্প পদ্ধতিতে| কিন্তু এখনও পর্যন্ত দ্বাদশ শ্রেণি নিয়ে কোনও সিদ্ধান্তের কথা জানা যায়নি।
করোনা প্রবাহে বাতিল আইসিএসই দশম শ্রেণির পরীক্ষা । এম ভারত নিউজ
Read Time:2 Minute, 11 Second