বঙ্গ ভোটের আগে বঙ্গে বিজেপি নেতাদের আগমন এক নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। প্রায় প্রতি সাপ্তাহেই নিয়ম করে রাজ্যে আসছেন রাষ্ট্রের শীর্ষ নেতারা। গ্রামেগঞ্জে নাড্ডা শাহর নামে বাড়ছে ভিড়। সেই মতই আজ মঙ্গলবার নির্বাচনী প্রচারে এরাজ্যে এসেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মালদহের গাজোল কলেজের মাঠে আজ সভা করছেন তিনি। নিজের বক্তব্যের মধ্য দিয়ে বাংলার মানুষের কাছে বিজেপির বাংলায় আসার ব্যাপারটা পাকাপোক্ত করতে এসেছেন তিনি।

বাংলায় পদ্মফুল ফোটানোর আশায় একের পর এক কর্মসূচি করে চলেছেন বিজেপির শীর্ষ নেতারা। এদিকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় রাজ্যের শাসক দল। তাই কর্মসূচির প্রত্যুত্তরে কর্মসূচি, বৈঠকের প্রত্যুত্তরে বৈঠক, মিছিলের প্রত্যুত্তরে মিছিল। আজ মালদায় সভা করতে এসে , বিজেপি নেতা যোগী আদিত্যনাথ রাজ্যের শাসক দলের প্রতি যে বার্তা দিয়ে গেলেন তাতে পরিষ্কার বোঝা যায় রাজ্যে বিজেপির আগমন নিয়ে তাঁরা খুবই আশাবাদী।
যোগী আদিত্যনাথ ,বক্তব্যের মধ্য দিয়ে তীব্র আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বললেন জয় শ্রীরাম বললে সমস্যা কোথায়! পাশাপাশি এও বললেন রাম নাম অপছন্দ করলে বঙ্গে জায়গা হবে না তাঁর। প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগে একটি সরকারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ,সহ বিজেপির শীর্ষ নেতারা। সেখানে অনুষ্ঠানের শুরুতে জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকেন তাঁরা ।ফলে এই বিষয়ে তীব্র নিন্দা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেই কথায় রেস টেনেই উত্তর দিলেন যোগী আদিত্যনাথ।