করোনা সংক্রমণে রাশ টানতে এবার বড় সিদ্ধান্ত নিল পশ্চিম মধ্য রেল। ইতিমধ্যেই পশ্চিম মধ্য রেলের তরফ থেকে ঘোষণা করা হয়েছে আগামী দিনে মাস্ক ছাড়া যদি কাউকে রেলওয়ে স্টেশনে দেখতে পাওয়া যায় সে ক্ষেত্রে নেওয়া হতে পারে ১০০ টাকা পর্যন্ত জরিমানা । করোনা দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল গোটা বিশ্ব। ইতিমধ্যে করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বগামী ।সংক্রমণ এড়াতে বিভিন্ন রকম সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকার গুলি ।কোথাও ঘোষণা করা হয়েছে সম্পুর্ন লকডাউন কোথাও আবার কেবলমাত্র নাইট কারফিউ। ওদিকে গণ টিকাকরণের ক্ষেত্রেও নেওয়া হয়েছে অন্যান্য নানান ভূমিকা ।
ইতিমধ্যে সবচেয়ে বিপদজনক পরিস্থিতি মহারাষ্ট্রের । তবে মহারাষ্ট্রের হাসপাতালগুলিতে পর্যাপ্ত বেড না থাকার কারণে সমস্যায় পড়ছেন অনেক রোগী ।পশ্চিম মধ্য রেলের জেনারেল ম্যানেজার শৈলেন্দ্র কুমার সিং বলেন, “আমাদের জোনের রেল স্টেশনগুলোর প্ল্যাটফর্মে যারা মাস্ক পরবে না তাদের কাছ থেকে ১০০ টাকা জরিমানা আদায় করা হবে।এবং ট্রেনে থাকা যাত্রীদের উপর ব্যবস্থা নেওয়া হচ্ছে।” মহারাষ্ট্রের এই কঠিন পরিস্থিতির পাশাপাশি সারাদেশে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি হাতে হাত মিলিয়ে এগিয়ে এলো ভারতীয় রেল।