জনসংখ্যা নিয়ন্ত্রণের দিকে এবার কড়া বার্তা দিল উত্তর প্রদেশ। জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবসে এবার টুইট করে উত্তর প্রদেশবাসিকে সচেতন হওয়ার বার্তা দিলেন যোগী আদিত্যনাথ। তিনি তাঁর টুইটে লেখেন ‘উন্নত সমাজ প্রতিষ্ঠার প্রাথমিক শর্ত হল জনসংখ্যা নিয়ন্ত্রণ’।বিধানসভা নির্বাচন ২০২২ এর আগেই সর্বান্তকরণে উত্তরপ্রদেশে নিজের গদি সামলাতে ব্যস্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের সরকারি ওয়েবসাইটে ক্রমাগত নয়া আইনের খসড়া নির্মাণ করে সাধারণ মানুষের মতামত জানতে চাওয়া হচ্ছে।

ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্যের সন্তান নীতির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। তাই এবার বিশ্ব জনসংখ্যা দিবসে রাজ্যের নয়া জনসংখ্যা নীতি ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জানা যাচ্ছে বিধানসভা অধিবেশনে পাস করানো হতে পারে উত্তর প্রদেশ জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল। মূলত এই বিলের বেশ কয়েকটি বিষয় নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়েছে । জানা যাচ্ছে আগামী দিনে দুইয়ের বেশি সন্তান থাকলে সরকারি সুবিধা এবং সরকারি চাকরি থেকে বঞ্চিত হতে হবে। শুধু তাই নয় পাশাপাশি বাতিল করা হবে সেই ব্যক্তির সমস্ত সরকারি চাকরির আবেদন। এমনকি সংশ্লিষ্ট স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না সেই ব্যক্তি।