“অবিলম্বে নিয়োগ করতে হবে টেট উত্তীর্ণদের”, জমা দেওয়া হল ডেপুটেশন । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 3 Second

নিজস্ব সংবাদদাতা, বীরভূম :

অবিলম্বে নিয়োগের দাবিতে ডেপুটেশন জমা দিলেন টেট উত্তীর্ণরা। ২০১৪ সালের টেট পাস করেছেন এমন অনেক পরীক্ষার্থীরা রয়েছেন রাজ্যজুড়ে। আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা ঘোষণা অনুযায়ী যাতে প্রতিটি উত্তীর্ণ শিক্ষক পদপ্রার্থীদের অবিলম্বে দুর্গা পুজোর আগে নিয়োগ করা হয়, তার জন্য এই সকল টেট উত্তীর্ণরা বুধবার একটি স্মারকলিপি জমা দিলেন বীরভূম জেলা স্কুল পরিদর্শককে। ২০১৪ সালে পরীক্ষায় পাশ করেছেন তাঁরা। অথচ গত সাত বছর ধরে নিয়োগ করা হয়নি তাঁদের।

তাঁদের দাবি, ২০২০ সালের ১১ই নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন,২০১৪ সালে যে সকল টেট উত্তীর্ণরা চাকরি পেতে বাকি রয়েছেন, তাঁদের মধ্যে সাড়ে ১৬ হাজারকে অবিলম্বে নিয়োগ করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া কথার ভিত্তিতেই আজ এই ডেপুটেশন জমা দেন তাঁরা। তারা এও জানান ইতিমধ্যেই রাজ্যে সেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। তবে লক্ষ্য করা যাচ্ছে রাজ্যের প্রায় সাড়ে আট হাজার এবং বীরভূমের ৩০০ থেকে ৪০০ জন এখনও এই চাকরি থেকে বঞ্চিত। মূলত বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি পেতেই আজ সকলে মিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজর কাড়তে এই স্মারকলিপি জমা দিয়েছেন বলে জানিয়েছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভোট পরবর্তী হিংসা নিয়ে বড় সিদ্ধান্ত আদালতের । এম ভারত নিউজ

ভোট-পরবর্তী হিংসা মামলায় বড় সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। ইতিমধ্যেই এই বৃহত্তর বেঞ্চ বয়কটের দাবি জানিয়েছেন আইনজীবী মহল। এরমধ্যেই আজকের শুনানিতে মানবাধিকার কমিশনের রিপোর্ট পড়ার জন্য অতিরিক্ত সময় চেয়েছিল রাজ্য। যদিও সে সিদ্ধান্ত খারিজ করে আগামী ৩১ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয় রাজ্য সরকারকে। এই প্রসঙ্গে মৃত অভিজিৎ সরকারের […]
state_396

Subscribe US Now

error: Content Protected