বঙ্গ ভোটের আগে বিধানসভা থেকে কয়েকটি বড় বড় প্রকল্প ঘোষণা প্রধানমন্ত্রীর। পাশাপাশি কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। সাবধান করেছেন আন্দোলন জিবি গোষ্ঠীর থেকে দূরে থাকার জন্য। তবে বঙ্গ ভোটের আগে কেন্দ্রের শীর্ষনেতাদের বঙ্গ প্রীতি বেড়ে যাওয়া নিয়ে সরাসরি তোপের মুখে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ,বর্তমানে বঙ্গে কেন্দ্রীয় শীর্ষ নেতাদের আগমন দেখে প্রকৃতই বুঝতে পারা যাচ্ছে ,যে সামনে বিধানসভা ভোট আসন্ন। গত কয়েক সপ্তাহে বাংলায় একের পরে এক কেন্দ্রীয় শীর্ষ নেতাদের আগমন ঘটে চলেছে, পাশাপাশি নতুন নতুন বিভিন্ন কর্মসূচিতে যোগদান করছেন তাঁরা। কোথাও আবার সভা করতে গিয়ে বাংলার বিভিন্ন মনি ঋষিদের নাম উল্লেখ করছেন তাঁরা । সারা বছরে যে বাংলাকে বঞ্চিত করে রাখা হয় বিধানসভা ভোটের আগেই ঠিক সেই রাজ্যের কথা কেন মনে পরে সকলের!
পাশাপাশি সূত্রের খবর অনুসারে জানা যাচ্ছে আগামী কিছুদিনের মধ্যেই রাজ্যে আসতে চলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেছেন বাংলার ব্যাপারটা ঠিক কতটা জানেন তিনি! পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে কৃষি বিরোধীর তকমা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যের মধ্যে বলেছিলেন ইতিমধ্যেই কৃষকরা তাদের একাউন্টে টাকা পেয়ে গেছেন ।তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে সমস্ত কৃষকরা টাকা পেয়েছেন তাদের মধ্যে কেন নেই কোন বাংলার কৃষকের নাম! বিধানসভার এই জবাবী ভাষণে একের পর এক মিথ্যা দাবি করেছেন প্রধানমন্ত্রী এমনটাই সামনে আসছে মুখ্যমন্ত্রীর সরব হওয়ার ফলে।