অবশেষে আশার আলো রাজ্যে। গত ২৪ ঘন্টায় আক্রান্তের চেয়ে বাড়ল সুস্থতার সংখ্যা। করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্যে গত ৭ দিন ধরে চলছে কার্যত লকডাউন। বন্ধ সমস্ত গণপরিবহন ব্যবস্থা। এই হাজারো বিধিনিষেধের প্রভাব যেন আজ প্রথমবার দেখা গেল রাজ্যে। অবশেষে অতি অল্প হলেও রাজ্যে কমছে দৈনিক সংক্রমন। খানিক আশার আলো দেখাচ্ছে নিম্নমুখী অ্যাক্টিভ কেসও।
রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৪২২ জন। রাজ্যে সবচেয়ে উদ্বেগজনক অবস্থায় রয়েছে কলকাতা এবং উত্তর ২৪ পরগনা। গতকাল কলকাতায় আক্রান্ত হয়েছেন ৩০৫৬ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৩৭৭১ জন। বাকি জেলাগুলি কিছুটা স্বস্তি দিলেও উদ্বেগ থাকছে দার্জিলিংকে নিয়েও। দার্জিলিঙে গতকাল আক্রান্ত হয়েছেন ৭৩১ জন। জনঘনত্বের প্রেক্ষিতে যা কিনা বেশ বেশি৷ রাজ্যে এখনও অবধি মোট মৃত্যু হয়েছে ১৪হাজার ৩৬৪ জনের।
যদিও আশার আলো দেখাচ্ছেন রাজ্যে বাড়তে থাকা সুস্থতার হার। গত ২৪ ঘণ্টাতে সুস্থ হয়ে উঠেছেন ১৯,৪২৯ জন। কমছে অ্যাক্টিভ কেসের গ্রাফও। গতকাল রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে মোট ৬৯হাজার ১৪৫টি।