
ফের টেট পরীক্ষা হতে চলেছে রাজ্যে, এমনটাই জানালো রাজ্য শিক্ষা পর্ষদ। এক বছরের ব্যবধানে ফের টেট পরীক্ষা নেবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। গত বছর ২০২২ সালের ডিসেম্বরে টেট পরীক্ষা হয়। এ’বছরও এই পরীক্ষা ডিসেম্বরেই হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে। NCTE-র গাইডলাইন অনুযায়ী প্রতি বছরই একবার করে এই পরীক্ষা নিতে হবে। বিতর্কের বিষয় হল, গত বছরের টেটের নিয়োগ প্রক্রিয়া এখনও এগোয়নি তার মাঝেই আবার টেট হলে প্রক্রিয়া কি ভাবে এগোবে সেই নিয়ে চিন্তিন্ত আবেদনকারী থেকে শুরু করে গত বছরের পরীক্ষার্থীরাও। জানা যাচ্ছে, ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে কোনও এক রবিবার প্রাথমিক টেট নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। সেক্ষেত্রে ১০ বা ১৭ তারিখ পরীক্ষা হতে পারে। তবে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। গত বছর এই টেটে কয়েক লক্ষ পরীক্ষার্থী আবেদন করেছিলেন যাদের মধ্যে বিএড ডিগ্রি থাকা পরীক্ষার্থীরাও ছিলেন। তবে এ’বছর সুপ্রিম কোর্টের নির্দেশে বিএড পাশরা আর পরীক্ষায় বসতে পারবেননা। কবে হবে টেট পরীক্ষা তা আর কয়েকদিনের মধ্যে জানাবে পর্ষদ। তবে সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরেই টেট পরীক্ষা হওয়ার আশা করা যায়।