ঝাড়গ্রামে আদিবাসী নৃত্যে মেতে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 16 Second

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আজ জঙ্গলমহলে পৌছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম থেকে সরাসরি ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। ঝাড়গ্রাম পৌঁছে সেখানে মঞ্চে উঠে প্রথমেই আদিবাসী মহিলাদের সঙ্গে আদিবাসী নৃত্যের তালে পা দোলাতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেখানে পৌঁছানোর মাত্রই আদিবাসী সমাজের তরফ থেকে তাঁকে ঐতিহ্যবাহী শাড়ি দিয়ে সাদর সম্ভাষণ জানান আদিবাসী মহিলারা। তাছাড়াও সেখানে উপস্থিত সকল মহিলা শিল্পীদের গান খুব মন দিয়ে শোনেন মুখ্যমন্ত্রী। সেখানে পৌঁছেই দেশের স্বাধীনতা সংগ্রামী, আদিবাসী সম্প্রদায়ের নেতা সিধু, কানুর মূর্তিতে মাল্যদান করেন তিনি। আজ এখানেই আদিবাসী সম্প্রদায়ের জন্য বেশকিছু প্রকল্পের ঘোষণা করার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে এখনও পর্যন্ত।এছাড়াও আদিবাসী সম্প্রদায়ের জমি হস্তান্তরের বিষয় নিয়ে কথা বলতে শোনা যায় তাঁকে।

মূলত ২০২১ বিধানসভা নির্বাচনের জঙ্গলমহল থেকে খালি হাতে ফিরতে হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে । ৪টি আসনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। আর তাই আজ তাঁদের ধন্যবাদ জানাতেই জঙ্গলমহলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আজ তাঁর সঙ্গে এই মঞ্চে উপস্থিত ছিলেন মানস রঞ্জন ভূইয়া এবং মন্ত্রী বীরবাহা হাঁসদা। আজ ঝাড়গ্রামে আমি রাত্রি যাপনের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই কারণে ইতিমধ্যেই এলাকায় কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা পৌঁছাল কৃষকদের আ্যকাউন্টে । এম ভারত নিউজ

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা ইতিমধ্যেই পৌঁছাতে শুরু করল কৃষকদের আ্যকাউন্টে। করোনাকালীন কঠিন পরিস্থিতিতে দেশের সাধারণ মানুষের খাদ্যাভাব যাতে না হয়, সেদিকে নজর দিয়েছিলেন কৃষকেরা। আর আজ সেই কারণেই তাঁদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গোটা দেশে এই প্রকল্পের আওতায় সুবিধা পেতে চলেছেন ৯.৭৫ কোটি কৃষক । ১৯,৫০০ কোটি […]
national_688

Subscribe US Now

error: Content Protected