0
0
Read Time:1 Minute, 26 Second
টানা লকডাউনে বন্ধ ছিল মুম্বইয়ের লাইফ লাইন লোকাল ট্রেন। তবে আনলক পর্বে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরে পরিষেবা। তবে করোনা আবহে একাধিক বিধিনিষেধ চালু করা হয়। নতুন নিয়মে এবার বড় ছাড় পেলেন মহিলারা। দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাস বিভাগের সেক্রেটারি একটি নির্দেশনামা জারি করে জানায়
মহিলারা ১৭ তারিখ থেকে লোকাল ট্রেনে যাতায়াত করতে পারবেন। সেক্ষেত্রে তাঁরা দিনের বেলায় দুটি স্লটে লোকাল ট্রেনে উঠতে পারবেন। তবে আদেশটি মুম্বই এবং মুম্বই মেট্রোপলিটন অঞ্চলে প্রযোজ্য।
যদিও জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা সারাদিনই ট্রেনে যাতায়াত করতে পারবেন। লোকাল ট্রেনে চাহিদা যেহেতু বাড়বে তাই সে ক্ষেত্রে ট্রেনের ফ্রিকয়েন্সি বাড়ানোর নির্দেশ দিয়েছেন সেক্রেটারি। অন্যদিকে মুম্বইয়ে মেট্রো পরিষেবা ১৯ অক্টোবর সোমবার সকাল ৮টায় চালু হবে।