পঞ্চায়েত ভোটে বঙ্গ বিজেপির ভরসা মোদিই! নয়া কর্মসূচি বিজেপির। এম ভারত নিউজ

Mbharatuser

লক্ষ্য প্রধানমন্ত্রীর বক্তব্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া

0 0
Read Time:2 Minute, 34 Second

সামনেই পঞ্চায়েত ভোট। তারপর লোকসভা। তার আগে সংগঠনকে চাঙ্গা করতে পদ্ম শিবিরের ভরসা সেই মোদিই। আর তাই প্রধানমন্ত্রীর ৯৮ তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে রাজ্যজুড়ে বিশেষ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। আসলে পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগ বাড়াতে চাইছে রাজ্য বিজেপি।১০০ তম পর্বে ঘটা করে পালন করার ভাবনাও রয়েছে বঙ্গ বিজেপির।

আজ থেকে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান নিয়মিত গ্রাম বাংলার ঘরে ঘরে পৌঁছতে বিশেষ উদ্যোগ নিচ্ছে বঙ্গ বিজেপি। প্রান্তিক এলাকায় যেখানে তৃণমূলের শক্ত ঘাঁটি। সেই সমস্ত এলাকায় সংগঠনের বেহাল দশার কারণে বিজেপি কার্যত দাঁত ফোটাতে পারছে না। সেইসব জায়গায় এবার মোদির উপর ভরসা রেখে পা ফেলতে চাইছে দল। মূলত স্মার্ট ফোন, রেডিও নিয়ে এবার জেলায় জেলায় পৌঁছবেন পদ্ম নেতারা। লক্ষ্য প্রধানমন্ত্রীর বক্তব্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া।

রাজ্যের বিভিন্ন প্রান্তে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ-সহ অন্যান্য বঙ্গ বিজেপির প্রথম সারির নেতারা হাজির থাকবেন। হাজির থাকবেন বিধায়ক, সাংসদ থেকে শুরু করে গেরুয়া শিবিরের সর্বস্তরের সাংগঠনিক নেতৃত্বরা। তবে কি একদিকে ঘরোয়া কোন্দল, আর অন্যদিকে সাংগঠনিক দুর্বলতা। বঙ্গ পদ্ম শিবিরের জেলা নেতৃত্বদের ‘মন কি বাত’ কি শুনছে না গ্রাম বাংলার মানুষ? তাই কি প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান গ্রাম বাংলার নিচু স্তরে পৌঁছতে চাইছে গেরুয়া শিবির? এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

'মন কি বাত'-এ মোদীর গলায় ত্রিবেণীর কুম্ভ মেলার প্রশংসা। এম ভারত নিউজ

এদিন, কাপড়ের ব্যাগ ব্যবহারের অঙ্গীকার করতে শোনা যায় মোদীর গলায়

Subscribe US Now

error: Content Protected