আংশিক লকডাউন রাজ্যে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল সিনেমা হল, শপিং মল, জিম, রেস্তোরাঁ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 39 Second

রাজ্যের করোনা-গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। এবার সংক্রমনের হার খানিক কমিয়ে পরিস্থিতি খানিক নিয়ন্ত্রণে আনতে নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। নতুন নিয়ন্ত্রণবিধি কার্যকর হচ্ছে শুক্রবার সন্ধ্যা থেকেই। পুরোপুরি লকডাউন না হলেও আংশিক লকডাউন জারি করা হয়েছে গোটা রাজ্যজুড়ে।

নতুন এই নির্দেশিকায় বলা হয়েছে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে শপিং মল, সিনেমা হল, বিউটি পার্লার, স্পা, জিম এবং সুইমিং পুল।বন্ধ করা হয়েছে সমস্ত রকম রেস্টুরেন্ট। হোম ডেলিভারিগুলিতেও শর্ত সাপেক্ষ ভাবেই অনুমতি দেওয়া হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি নিষেধাজ্ঞা জারি হয়েছে যে কোনো ধরনের রাজনৈতিক, সামাজিক অথবা ধর্মীয় জমায়েতে।

যদিও খোলা থাকবে জরুরি পরিষেবা এবং অপরিহার্য পণ্যের দোকান। ওষুধের দোকান এবং মুদিখানা দোকানও খোলা থাকবে যথারীতি। তবে এলাকাভিত্তিক ভাবে বাজার খোলা হবে দিনে দুবার। বাজার-হাট শুধুমাত্র খোলা থাকবে সকালে ৭টা থেকে ১০ পর্যন্ত এবং বিকেলে ৩টে থেকে ৫ টা পর্যন্ত।

ভোট গণনা কেন্দ্রের বাইরে নিষিদ্ধ কোনো রকমের জমায়েত।

একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা বাতিল করা হয়েছে এই নির্দেশিকায়। পরীক্ষা ছাড়াই একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের উত্তির্ন করা হবে দ্বাদশ শ্রেণিতে। এছাড়াও এবছর নিজের স্কুলেই হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। নির্ধারিত সময় ও সূচি মেনেই রাজ্যে হবে উচ্চমাধ্যমিক।

করোনা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা মেনে শুক্রবার সন্ধ্যায় এই সংক্রান্ত একটি নির্দেশিকা প্রকাশ করেছে নবান্ন। এই নির্দেশের অন্যথা হলে প্রশাসন কড়া আইনি ব্যবস্থা নেবে বলেও জানানো হয়েছে নির্দেশিকায়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

লাগামহীন করোনা পরিস্থিতি, আন্তর্জাতিক বিমান চলাচলে বাড়ল স্থগিতাদেশের মেয়াদ । এম ভারত নিউজ

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে আন্তর্জাতিক বিমান চলাচল স্থগিতের মেয়াদ আরও বাড়ালো কেন্দ্রীয় সরকার। শুক্রবার ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (DGCA) জানায়, আন্তর্জাতিক বিমানের ওঠানামায় নিষেধাজ্ঞা ৩১ মে পর্যন্ত বাড়ানো হল। আন্তর্জাতিক বিমান চলাচলে গত বছর লকডাউনের মতই নিষেধাজ্ঞা জারি করেছিল ডিজিসিএ। দেশে বেড়েই চলেছে করোনা ভাইরাস সংক্রমণ । এমন […]

Subscribe US Now

error: Content Protected