রাতের অন্ধকারে ‘জীবিত’ মাকে প্লাস্টিকে জড়িয়ে রাস্তায় ফেলে গেল ছেলেরা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 20 Second

রাতের অন্ধকারে ‘জীবিত’ মাকে প্লাস্টিকে জড়িয়ে রাস্তায় ফেলে গেল ছেলেরা। এমনই এক অমানবিক ঘটনার সাক্ষী রইল শহর কলকাতা। শ্যামবাজার সংলগ্ন সিঁথি থানার পেয়ারাবাগান এলাকায় এই অমানবিক ঘটনাটি ঘটেছে ।জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে রাস্তার পাশে পড়ে থাকা প্লাস্টিকের মধ্যে এক জীবন্ত মানুষ আর্তনাদ শুনতে পান পথচলতি মানুষ। কিছু মানুষের সন্দেহ হলে , প্লাস্টিকে মোড়া বস্তুর দিকে আগাতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় স্থানীয় মানুষের। প্লাস্টিকের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে আসছে এক জীবন্ত মানুষের।

স্থানীয় মানুষ নিকটবর্তী থানায় খবর দিলে ঘটনাস্থলে এসে পৌঁছায় সিঁথি থানার পুলিশ। এরপর থানার পুলিশ এবং স্থানীয় মানুষের সহযোগিতায় বৃদ্ধাকে উদ্ধার করে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়।সূত্রের খবর অনুযায়ী, বৃদ্ধার বয়স আনুমানিক ৮০ বছর। হাসপাতাল সূত্রে খবর, দীর্ঘক্ষণ প্লাস্টিকে মুড়ে থাকার কারণে বৃদ্ধার শরীর দুর্বল হয়ে গেছে। পুলিশ সূত্রে খবর, যে জায়গাটিতে বৃদ্ধাকে উদ্ধার করা হয়েছে জায়গাটি খুবই নির্জন। হাসপাতালে চিকিৎসার পর সিঁথি থানার পুলিশ বৃদ্ধার সঙ্গে কথা বলে জানতে পারে বৃদ্ধার মেয়ের কথায় তার ছেলেরা তাকে প্লাস্টিকে মুড়ে প্রবল বৃষ্টিতে রাতের অন্ধকারে রাস্তার মধ্যে ফেলে দিয়ে গেছে। বৃদ্ধাটি তার বাড়ির ঠিকানা পুলিশকে দিতে পারেনি। পুলিশ এখন ওই বৃদ্ধার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

'ভারত বাঁচাতে দিদিকে চাই' পোস্টার ছেয়ে গেল কেরলে । এম ভারত নিউজ

দীর্ঘ ৩৪ বছর ধরে রাজত্ব করা বাম শাসন কে পরাজিত করে ২০১১তে বাংলার মসনদে পরিবর্তন এনেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।দীর্ঘ ৩৪ বছর ধরে রাজত্ব করা বাম শাসনকে পরাজিত করে ২০১১তে বাংলার মসনদে পরিবর্তন এনেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।দেশের সর্বত্র বামফ্রন্ট সরকারের চিত্র তলানিতে এসে ঠেকলেও কেরলে এখনো রাজত্ব করে চলেছে […]
politics_574

Subscribe US Now

error: Content Protected