জাগোবাংলার সম্পাদকীয়তে জোট নিয়ে তোপ তৃণমূলের । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 54 Second

একসাথে বিজেপি বিরোধী জোট গঠন করলেও বারবার কংগ্রেসের বিরুদ্ধে সরব হচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে নেত্রীর পদাঙ্কই অনুসরণ করতে দেখা গিয়েছে দলের অন্যান্য নেতাদেরও। এবার বিজেপি বিরোধী জোট নিয়ে তৃণমূল মুখপত্র জাগোবাংলার সম্পাদকীয়তে আক্রমন কংগ্রেসকে। বারবার আহ্বান জানানোর সত্ত্বেও বিজেপি বিরোধী জোট তৈরিতে কোনরকম পদক্ষেপ না করেনি কংগ্রেস, এবার এমনটাই দাবি করল জাগোবাংলার সম্পাদকীয় কলাম।

বৃহস্পতিবার জাগোবাংলার সম্পাদকীয়তে চোখ রাখলেই দেখা যায় সেখানে সরাসরি কংগ্রেসকে আক্রমন করে বলা হয়েছে, যে বার বার বলা সত্ত্বেও বিজেপি বিরোধী জোট তৈরিতে কোনও পদক্ষেপই নেয়নি কংগ্রেস। এছাড়াও বিজেপি বিরোধী এই জোটের নীতি নির্ধারণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত স্টিয়ারিং কমিটি এবং কর্মসূচীর লাইন তৈরির ক্ষেত্রেও কোনও কার্যকরী পদক্ষেপ দেখা যায়নি কংগ্রেসের তরফ থেকে। কংগ্রেসের কার্যকলাপ শুধুমাত্র টুইটেই সীমাবদ্ধ এমনটাই দাবি করা হয়েছে জাগোবাংলার সম্পাদকীয় অংশে। 

বহুদিন ধরেই তৃণমূলের তরফে ২০২৪ সালের নির্বাচনের পূর্বে আঞ্চলিক দলগুলিকে একটি ছাতার তলায় আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই বিজেপি বিরোধী জোটের শরিক কংগ্রেসও হোক এমনটাই দাবি তাদের। কিন্তু এরপরেও কংগ্রেস তাদের দলীয় সমস্যা মেটাতে ব্যাস্ত এবং এই জোট তৈরির বিষয়েও কোনরকম সবুজ সঙ্কেত মিলছে না কংগ্রেসের তরফ থেকে। এরপরেই জাগোবাংলার মাধ্যমে তৃণমূলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যে কংগ্রেসের উত্তরের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে পারবে না তৃণমূল। সেই কারনেই অন্যান্য রাজ্যে তারা নিজেদের জনভিত্তিক ও সংগঠন বিস্তারের কাজ ইতিমধ্যেই শুরু করে ফেলেছে এবং মানুষের জন্য কাজ করে যাবে তৃণমূল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

'সন্ত্রাসে জড়িয়ে,এদেশের সর্বনাশ করতে আসছে রোহিঙ্গারা', দাবি দিলীপের । এম ভারত নিউজ

ফের বিতর্কিত মন্তব্য করে শিরোনামে দিলীপ ঘোষ। শুভেন্দু অধিকারীর পর এবার রোহিঙ্গাদের নিয়ে সরব দিলীপ ঘোষ। বৃহস্পতিবার জলপাইগুড়িতে চায়ে পে চর্চায় রোহিঙ্গা শরণার্থী প্রসঙ্গে মুখ খোলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। তাঁর দাবি, “রোহিঙ্গারা কারও ভোটার নয়। ওরা এ দেশে আসছে এ দেশের সর্বনাশ করতে আর বর্তমান […]

Subscribe US Now

error: Content Protected