হ্যাঁ! শেষ পর্যন্ত ছত্রভঙ্গ হল বিজেপির মিছিল। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে বিজেপির পুরসভা অভিযান ঘিরে শুরু হল তীব্র উত্তেজনা। জানা যাচ্ছে সেন্ট্রাল অ্যাভিনিউতে ব্যারিকেড দিয়ে পুলিশের তরফেই আটকে দেওয়া হয়েছিল মিছিল। প্রসঙ্গত উল্লেখ্য ,ভ্যাকসিনের প্রতিবাদে বিজেপি পৌরসভার অভিযানের জন্য পুলিশের কাছে অনুমোদন চাইলে ,পুলিশ এই মিছিলের অনুমোদন দেয়নি। তবে সেই নিষেধাজ্ঞা না মেনেই মিছিল করার বিষয়ে এগিয়ে আসেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন, দিলীপ ঘোষ, সায়ন্তন বসু, সৌমিত্র খাঁ, অগ্নিমিত্রা পাল-সহ দলের নেতা-নেত্রীরা। তবে উল্লেখযোগ্য ভাবে আজকের এই মিছিলে এবং আজকের বিধানসভা অধিবেশনে উপস্থিত ছিলেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত উল্লেখ্য, পূর্বঘোষিত সূচি অনুসারে সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত করতে বলা হয়েছিল বিজেপির নেতা কর্মীদের । পরবর্তীতে সেখান থেকে নির্মলচন্দ্র দে স্ট্রিট, ওয়েলিংটন স্কোয়ার, রফি আহমেদ কিদোয়াই রোড হয়ে এনএস ব্যানার্জি রোড ধরে কলকাতা পৌরসভার দিকে অগ্রগামী হওয়ার কথা ছিল এই মিছিলে তবে শেষ মুহূর্তে চমক’ প্রদান করতে গিয়ে পুলিশের বেড়াজালে ফাঁসতে হল বিজেপির শীর্ষ নেতৃত্বদের। জানা যায় ওয়েলিংটন স্কোয়ারের দিকে না গিয়ে হঠাৎ করে গনেশ চন্দ্র আ্যভিনিউ হয়ে সেন্ট্রাল আ্যভিনিউর দিকে যেতে থাকলে পুলিশের ব্যারিকেডের মাধ্যমে আটকে দেওয়া হয় এই মিছিলকে। পরবর্তীতে পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা করলে শুরু হয় ধস্তাধস্তি । এমনকি বেশকিছু মহিলা কর্মীরা রাস্তায় শুয়ে পড়ে পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন । ফলে ঘটনার জেরে গ্রেপ্তার হয়েছেন বহু নেতা ও কর্মীরা। উল্লেখযোগ্য ভাবে আজকের এই মিছিলে গ্রেপ্তার হয়েছেন অগ্নিমিত্রা পাল এবং সায়ন্তন বসু সহ অন্যান্য নেতাকর্মীরাও।