বিদেশি মুদ্রা আইন লংঘন করার অভিযোগে ১০,৬০০ কোটি টাকার নোটিস পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।অনলাইন বিপনী সংস্থা ফ্লিপকার্ট এখন দেশের এক নম্বর অনলাইন বিপনী সংস্থা জেফ বেজোসের অ্যামাজনের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। ইডির এক উচ্চপদস্থ অধিকর্তা জানান, জুলাই মাসেই ইকম পোর্টাল সংস্থা ফ্লিপকার্টের কাছে নোটিশ পাঠানো হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে। আগামী ৯০ দিনের মধ্যে ফ্লিপকার্ট সংস্থাকে ই-কমার্স জবাব দেওয়ার কথা বলা হয়েছে।

প্রসঙ্গ উল্লেখ্য, ফ্লিপকার্ট সংস্থার কর্ণধার শচীন ও বিন্নি বনশল ২০০৭ সালে অ্যামাজনের চাকরি ছেড়ে ভারতে তৈরি করেন ই-কমার্স পোর্টাল ফ্লিপকার্ট। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযোগ ২০০৯ সাল থেকে ২০১৫ সালের মধ্যে বিদেশি মুদ্রা বিনিয়োগের ক্ষেত্রে প্রায় ১০,৬০০ কোটি টাকার গরমিল রয়েছে এই অনলাইন বিপনী সংস্থার বিরুদ্ধে। তবে এবিষয়ে এখনও পর্যন্ত ফ্লিপকার্টের কর্ণধার শচীন ও বিন্নি বনশলের তরফে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।