উত্থান-পতনের মাঝেই ৪৯ এ পা দিলেন বাংলার মহারাজ । এম ভারত নিউজ

user 2
0 0
Read Time:2 Minute, 28 Second

দেখতে দেখতে ৪৯ এর দোরগোড়ায় এসে পৌঁছলেন বাংলা এবং বাঙালির ক্রিকেট ইমোশন সৌরভ গঙ্গোপাধ্যায় । তবে আজও আট থেকে আশি সকলের মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছেন বাংলার মহারাজ বা বেহালার বাদশা। খেলা সম্পর্কে অবগত না হলেও প্রিয় ক্রিকেটারের নামে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম শোনা যায় বহু মানুষের মুখেই। এককথায় যার ক্রীড়া প্রতিভা থেকে শুরু করে দলের অধিনায়কত্ব সবই সর্বকালের চর্চিত । আজ ৪৯ এর দোরগোড়ায় এসে বিশ্বব্যাপী সকলের ভালোবাসায় এবং শুভকামনায় ভাসছেন বাংলার মহারাজ।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম বললে , যে নামটি না বললেই নয় তা হল সচিন তেন্দুলকার। ২২ গজের দুনিয়ায় এক সময়ের সেরা জুটি নামে পরিচিত ছিল তাঁরা। তবে তাঁদের পরিচিতি এবং বন্ধুত্ব কেবল মাত্র ২২ গজের দুনিয়ায় নয়। ১৯৮৮ সালে একটি ক্রিকেট ক্যাম্পে প্রথম পরিচয় হয় এই দুই লিভিং লেজেন্ডের। আর তারপর থেকেই চলতে শুরু করে তাঁদের অভিনব ক্রিকেট যাত্রা। ১৯৯২ সাল থেকে ২০০৭ পর্যন্ত লাগাতার এই দুজনের জুটি বিশ্বের সর্বোত্তম রানের অধিকারী হয়।

আর আজ সেই প্রিন্স অফ ক্যালকাটার জন্মদিনে তাঁকে শুভকামনা জানালেন ক্রিকেটের ভগবান সচিন তেন্দুলকার। তিনি তাঁর টুইটারে লেখেন,“আমার প্রিয় দাদি। শুভ জন্মদিন। একটি স্বাস্থ্যকর এবং সুখী বছর কামনা করি।” এছাড়াও জন্মদিনে তাঁকে শুভকামনা জানিয়েছেন বীরেন্দ্র শেওবাগ, যুবরাজ সিং, হরভজন সিং। সহবাগ লেখেন, ‘দাদার মতো ভাবনা, দাদার মতো তারকা খুব কমই আছে। ভাল থেকো, সুস্থ থেকো দাদা।’ হরভজন লেখেন, ‘শুভ জন্মদিন আমার অধিনায়ক। সব সময় ভালবাসি।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ডেল্টার প্রকোপে সিডনি ! সপ্তাহ জুড়ে চলবে লকডাউন । এম ভারত নিউজ

অস্ট্রেলিয়ার রিপোর্ট বলছে নিউ সাউথ ওয়েলস স্টেটে করোনার রেকর্ড সংক্রমণ দেখা হয়েছে। আক্রান্তদের বেশিরভাগেরই শরীরে পাওয়া গিয়েছে ডেল্টা ভ্যারিয়ান্ট। বৃহস্পতিবার নিউ সাউথ ওয়েলসে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ জন। বুধবার আক্রান্ত হয়েছিলেন ২৭ জন। নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনিতে টানা দু’সপ্তাহ লকডাউন চলছে। ডেল্টা ভ্যারিয়ান্ট ছড়িয়ে পড়ায় আরও এক সপ্তাহ লকডাউন […]
abroad_147

Subscribe US Now

error: Content Protected