দেখতে দেখতে ৪৯ এর দোরগোড়ায় এসে পৌঁছলেন বাংলা এবং বাঙালির ক্রিকেট ইমোশন সৌরভ গঙ্গোপাধ্যায় । তবে আজও আট থেকে আশি সকলের মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছেন বাংলার মহারাজ বা বেহালার বাদশা। খেলা সম্পর্কে অবগত না হলেও প্রিয় ক্রিকেটারের নামে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম শোনা যায় বহু মানুষের মুখেই। এককথায় যার ক্রীড়া প্রতিভা থেকে শুরু করে দলের অধিনায়কত্ব সবই সর্বকালের চর্চিত । আজ ৪৯ এর দোরগোড়ায় এসে বিশ্বব্যাপী সকলের ভালোবাসায় এবং শুভকামনায় ভাসছেন বাংলার মহারাজ।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম বললে , যে নামটি না বললেই নয় তা হল সচিন তেন্দুলকার। ২২ গজের দুনিয়ায় এক সময়ের সেরা জুটি নামে পরিচিত ছিল তাঁরা। তবে তাঁদের পরিচিতি এবং বন্ধুত্ব কেবল মাত্র ২২ গজের দুনিয়ায় নয়। ১৯৮৮ সালে একটি ক্রিকেট ক্যাম্পে প্রথম পরিচয় হয় এই দুই লিভিং লেজেন্ডের। আর তারপর থেকেই চলতে শুরু করে তাঁদের অভিনব ক্রিকেট যাত্রা। ১৯৯২ সাল থেকে ২০০৭ পর্যন্ত লাগাতার এই দুজনের জুটি বিশ্বের সর্বোত্তম রানের অধিকারী হয়।

আর আজ সেই প্রিন্স অফ ক্যালকাটার জন্মদিনে তাঁকে শুভকামনা জানালেন ক্রিকেটের ভগবান সচিন তেন্দুলকার। তিনি তাঁর টুইটারে লেখেন,“আমার প্রিয় দাদি। শুভ জন্মদিন। একটি স্বাস্থ্যকর এবং সুখী বছর কামনা করি।” এছাড়াও জন্মদিনে তাঁকে শুভকামনা জানিয়েছেন বীরেন্দ্র শেওবাগ, যুবরাজ সিং, হরভজন সিং। সহবাগ লেখেন, ‘দাদার মতো ভাবনা, দাদার মতো তারকা খুব কমই আছে। ভাল থেকো, সুস্থ থেকো দাদা।’ হরভজন লেখেন, ‘শুভ জন্মদিন আমার অধিনায়ক। সব সময় ভালবাসি।’
awesome article, i like it
Thank You for your reply ! Mbharat