পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে এই রাজ্যেও একটি মন্দির নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবেশী রাজ্য ওড়িশার পুরীর প্রতি ভ্রমণ পিপাসু রাজ্যবাসীর অন্যতম আকর্ষণ হল সমুদ্রের সঙ্গে জগন্নাথদেবের দর্শন। তবে অনেকেরই নানা কারণে পুরী যাওয়া আর হয়ে ওঠে না। তাই পুরীতে না গিয়েও যাতে জগন্নাথদেবের দর্শন করতে পারেন, তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকেই একখন্ড পুরী গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর উদ্যোগেই পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘার সমুদ্র সৈকতে গড়ে তোলা হচ্ছে জগন্নাথ ধাম। দিঘার সমুদ্র সৈকতে ওই মন্দিরের নির্মাণ কাজও প্রায় শেষ পর্যায়ে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী রথযাত্রার আগেই ওই দিঘায় নব নির্মিত মন্দিরের উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। মন্দির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরীর আদলে দিঘায় তৈরি জগন্নাথ মন্দির গত এপ্রিল মাসে উদ্বোধন হওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু লোকসভা নির্বাচন ঘোষণা এবং আদর্শ আচরণবিধি জারি থাকায় থমকে যায় মন্দির উদ্বোধনের কাজ। সম্প্রতি, লোকসভা ভোটের প্রচারে এসে মুখ্যমন্ত্রী কথা প্রসঙ্গে বলেছিলেন, দিঘার জগন্নাথ মন্দিরে নির্মাণ কাজ প্রায় শেষের পথে। ভোট শেষ হলেই মন্দিরের উদ্বোধন হবে। উদ্বোধনে সকলকে উপস্থিত থাকার আহ্বানও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও মন্দির উদ্বোধনের নির্দিষ্ট কোনও দিনক্ষণ সরকারিভাবে এখনও জানানো হয়নি।
উল্লেখ্য, আগামী ৭ জুলাই রথযাত্রা উৎসব। জগন্নাথ দেবের রথযাত্রার জন্য দিঘার সমুদ্র সৈকতে নির্মিয়মান জগন্নাথদেবের মন্দির প্রাঙ্গণে একটি বিশাল রথ নির্মাণের কাজও শুরু হয়েছে। তাই মনে করা হচ্ছে, আগামী রথযাত্রার আগেই ওই মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে দিঘার স্থানীয় বিধায়ক তথা রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি জানান, ‘মন্দির নির্মাণের কাজ প্রায় শেষের পথে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ঠিক করবেন, সেদিন মন্দিরের উদ্বোধন হবে। মুখ্যমন্ত্রীর মন্দির উদ্বোধনের দিনক্ষণ ঘোষণার পরেই মন্দির উদ্বোধন হবে।’
দিঘা রেল স্টেশনের পাশেই ২০০ কোটি টাকা ব্যায়ে নির্মান কাজ চলছে জগন্নাথধামের। পুরীর জগন্নাথ মন্দিরের মতোই উচ্চতা হবে দিঘায় নব নির্মিত মন্দিরটিরও। পাশাপাশি মন্দিরের পারিপার্শ্বিক নকশাও অনেকটা পুরীর মন্দিরের আদলেই হবে বলে জানা গিয়েছে।