নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়াঃ সিমলাপালের লক্ষীসাগরে বিনা চিকিৎসায় মারা যায় এক যুবক।
ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য একটি ছেলেকে নিয়ে যাওয়া হলে হাসপাতালই খোওলা হয়না, বলা হয় – ডাক্তারবাবু নেই । ছেলেটির গ্রামবাসীর তরফে অভিযোগ যে ছেলেটিকে যখন অসুস্থ অবস্থায় লক্ষীসাগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় তখন ছেলেটির করণা হয়েছে এরকম মনে করে ছেলেটিকে লক্ষীসাগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। যার ফলে স্বাস্থ্যকেন্দ্রের গেটের সামনে পড়ে থাকে বিনাচিকিৎসায় মৃত্যু হয় ওই ছেলেটির।পরবর্তী সময়ে এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকার মানুষরা অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেয়। বিক্ষোভ দেখানোর। বিক্ষোভ দেখানোর পাশাপাশি সেই অঞ্চলের রাস্তাও অবরোধ করে সেখানকার সাধারণ মানুষ।
পরবর্তী সময়ে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান তালডাংরা বিধানসভার বিজেপি প্রার্থী শ্যামল সরকার। এই ঘটনা প্রসঙ্গে রাজ্য সরকারের প্রতি তীব্র ক্ষোভ উগরে জানান তিনি। গ্রামের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কোন ডাক্তার না থাকাকেই ওই ছেলেটির মৃত্যুর জন্য দায়ী করেন বিজেপি প্রার্থী। এসব কিছুর পাশাপাশি বিজেপি প্রার্থী সাধারণ মানুষকে আশ্বাস দেন যে ভোটকার্য সম্পন্ন হওয়ার পর এখানে তিনি ভোটে জিতলে তিনি এখানকার স্বাস্থ্যপরিসেবা এবং স্বাস্থ্য পরিকাঠামো ঢেলে সাজাবেন। একইসঙ্গে বর্তমান রাজ্য সরকারকে সুপার স্পেশালিটি হাসপাতাল ইস্যুতে দোষারোপ করেন তিনি।