ভারতের সঙ্গে সমস্ত রকম বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করল তালিবানরা। ইতিমধ্যেই ভারতের সঙ্গে সমস্ত রকম আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছে এই জঙ্গি গোষ্ঠী । যার ফলে স্বভাবতই সমস্যায় পড়তে হচ্ছে দু দেশের নাগরিককে। প্রসঙ্গত উল্লেখ্য, বিনা যুদ্ধে কাবুলের দখল নিয়েছে তালিবানরা। রাষ্ট্রপতি ভবনের দখল নেওয়ার পর থেকেই একের পর এক স্বায়ত্তশাসন চালিয়ে যাচ্ছে তাঁরা। ভারত-আফগানিস্তান বাণিজ্যিক সম্পর্কের বিষয়টিও উল্লেখ করে , ফেডারেশন অফ এক্সপোর্ট অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল ডক্টর অজয় সহায় জানান, পাকিস্তানের যে ট্রানজিট রুট হয়ে ভারতে পণ্য সামগ্রী এসে পৌঁছত সেই রাস্তা ইতিমধ্যেই বন্ধ করেছে তালিবানরা। জানা যাচ্ছে এখনও পর্যন্ত ২০২১ সালে সব মিলিয়ে মোট ৮৩৫ মিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা করেছে দুই দেশ। তবে বর্তমানে ট্রানজিট-করিডোর বন্ধ হওয়ার জন্য দুই দেশের মধ্যেকার বাণিজ্যিক সম্পর্ক সম্পূর্ণভাবে প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে।
আফগানিস্তান এবং ভারতের বাণিজ্যিক সম্পর্ক স্তব্ধ হওয়ার কারণে সর্বাপেক্ষা সমস্যায় পরতে হচ্ছে জম্মু-কাশ্মীরকে। প্রসঙ্গত উল্লেখ্য আফগানিস্তান থেকে ভারতে আমদানি করা হত ড্রাই ফ্রুট, পেঁয়াজ এবং গাম অন্যান্য সামগ্রী। ওদিকে ভারত থেকে আফগানিস্তানে রপ্তানি করা হত চিনি, সার, চা, কফি, মশলা। মূলত গত এক সপ্তাহে জম্মু-কাশ্মীরে ড্রাই ফ্রুটের আমদানি বন্ধ হওয়ার কারণে প্রতি কেজি ফলের দাম বৃদ্ধি হয়েছে আড়াইশো টাকা। যার ফলে চিন্তার ভাঁজ কপালে পড়েছে সাধারণ নাগরিকদের।