আফগানিস্তানে সেনা না পাঠানোর হুঁশিয়ারি ভারতকে । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 12 Second

ধীরে ধীরে গোটা আফগানিস্তানকে নিজের করায়ত্ত করার চেষ্টা করছে তালিবান। ইতিমধ্যেই গোটা দেশের ৯০% নিজেদের আয়ত্তে নিয়ে এসেছে তাঁরা। তবে এমন পরিস্থিতিতে প্রত্যেক দেশের তরফের নিজেদের দেশের নাগরিকদের ফিরিয়ে নিয়ে আসার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে। ওই একই উদ্দেশ্যে এবার ভারতীয়দের দেশে ফেরানোর বিষয়ে উদ্যোগ নিয়েছে নয়াদিল্লি। তবে এই পরিস্থিতিতে আফগানিস্তান সরকারকে সহায়তা করার জন্য সেনা পাঠালে তা মোটেও মঙ্গলদায়ক হবে না ভারতের জন্য। আর ঠিক এমনটাই হুঁশিয়ারি দিলেন তালিবানরা। এই প্রসঙ্গে এক বিখ্যাত সংবাদমাধ্যমকে, তালিবানের মুখপাত্র সুহেল শাহীন বলেন, ‘‘সেনার ভূমিকা বলতে আপনারা ঠিক কী বোঝাতে চাইছেন? যদি ভারতীয় সেনা আফগান সেনাকে সাহায্য করার উদ্দেশ্যে আসে তা হলে তা তাঁদের জন্য ভাল হবে না। আফগানিস্তানে অন্য দেশের সেনাদের সঙ্গে কী করা হয়েছে সেটা সবাই দেখেছে ইতিমধ্যেই । যারা আসার বিষয়ে ভাবছে তাঁরা এলে আগে থেকে সব জেনেই আসবে।’’

এছাড়াও ভারত সরকারের বিষয়ে প্রশংসা করেন তালিবানের মুখপাত্র সুহেল শাহীন। তিনি বলেন, ‘‘ আমরা ভারতের কাছে কৃতজ্ঞ ।আফগানিস্তানের মানুষের জন্য সেতু নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন পরিকাঠামোর উন্নতিতে অনেক সাহায্য করেছে ভারত। যার ফলে আফগানিস্তানের অর্থনৈতিক উন্নতি হয়েছে। আর সেই কারণে ভারতের এই ভূমিকার আমরা প্রশংসা করছি।’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

তেরঙ্গা পতাকায় মুড়ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল । এম ভারত নিউজ

ঐতিহাসিক দিনের সাক্ষী হতে চলেছে তিলোত্তমা। জানা যাচ্ছে ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবসে ৭৫০০ স্কোয়ার ফিটের একটি পতাকা দিয়ে মুড়িয়ে দেওয়া হতে চলেছে ,মহানগরীর প্রাচীনতম স্মৃতিসৌধ ভিক্টোরিয়া মেমোরিয়ালের একাংশ। গত কয়েক বছরের ইতিহাসে প্রতিবছর ভিক্টোরিয়া মেমোরিয়ালে বছরে দুবার করে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। একটি ভারতের স্বাধীনতা দিবসের দিনে অপরটি […]

Subscribe US Now

error: Content Protected