নেপালের সেনাবাহিনীর হাতে এক লক্ষ করোনার টিকা তুলে দিল ভারতীয় সেনা। হ্যাঁ ,বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলো ভারত। নেপালকে আগাগোড়াই ছোট ভাই হিসেবে দেখে ভারত। তবে ২০২০ সালের মার্চ মাস থেকে ভারত এবং পার্শ্ববর্তী মিত্র দেশ নেপালের মধ্যে সম্পর্কে একটা ফাটল দেখা দিয়েছিলো। বিশেষত কালাপানি অঞ্চলের সীমারেখা নিয়েই ভারত এবং নেপালের মধ্যে বিবাদের হয়, যদিও তাতে চীনের প্রভাব ছিল কিছুটা।
তবুও আরও একবার করোনার বিরুদ্ধে লড়াইয়ে নেপালের পাশে দাঁড়াল ভারত। ভারতের কোভ্যাক্সিন ও কোভিশিল্ড করোনা রোধে কার্যকরী বলে প্রমাণিত। পাশে থাকার আশ্বাস জানিয়ে নেপালকে ভ্যাকসিনের এক লাখ ডোজ এবার উপহার হিসাবে দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে। তবে এই প্রথম নয় এর আগেও ২০২১ সালের জানুয়ারি মাসে নেপালকে ১০ লক্ষ করোনা টিকা দেওয়া হয়েছিল ভারতের তরফ থেকে। আগামী দিনে একটি ভাল সম্পর্কের আশাতেই এই উদ্যোগ নিল ভারত।