Read Time:1 Minute, 10 Second
২০২০ টোকিও অলিম্পিকে ৫৭ কেজি ফ্রি-স্টাইল বিভাগে কাজাখস্তানের কুস্তিগির নুরিস্লাম সানায়েভোকে হারিয়ে কুস্তির ফাইনালে উঠলেন রবি কুমার। অলিম্পিকে কুস্তির ফাইনালে উঠে রবি কুমার ভারতের হয় সিলভার পদক নিশ্চিত করলেন।এদিন ম্যাচ শুরুর প্রথম থেকেই রবি কুমার কে চেপে রেখেছিলেন প্রতিদ্বন্দী কাজাখস্তানের প্রতিযোগী। প্রথমের দিকে নুরিস্লাম নয়টি পয়েন্টে এগিয়ে থাকলেও শেষ হাসি ফোটে রবির মুখেই।একসময় রবি কুমারকে ম্যাচ রেফারি হলুদ কার্ড দেখিয়েছিলেন। আর তারপর থেকেই ম্যাচের মোড় ঘুরে যায়, একের পর এক পয়েন্ট জিতে শেষ পর্যন্ত Victory By Fall নিয়মে ম্যাচটি জিতে যান ভারতীয় কুস্তিগির রবি কুমার।
