
আরও একবার ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ। শেষ বার ২০১১ সালে দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ জিতেছিল ভারত। মঙ্গলবার মুম্বইয়ে জাঁকমজমকভাবে ঘোষিত হল আগামী অক্টোবর-নভেম্বরের ওডিআই বিশ্বকাপের সূচি। ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ৫০ ওভারের বিশ্বকাপ। আয়োজক দেশ হলেও উদ্বোধনী ম্যাচে নামছে না ভারত। প্রথম ম্যাচ ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে। রোহিত শর্মা অ্যান্ড কোম্পানির ঘরের মাঠে বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে ৮ অক্টোবর। প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া।
এদিন মুম্বইয়ে ২০২৩ ওডিআই বিশ্বকাপের সূচি প্রকাশের সময় বিসিসিআই সচিব জয় শাহ বললেন, “গর্বের মুহূর্ত। এই নিয়ে মোট তিনবার বিশ্বকাপের আয়োজক হতে চলেছি আমরা। বিরাট সম্মানের ব্যাপার। আমরা বিশ্বমানের পরিকাঠমো তুলে ধরার সুযোগ পাব। দুরন্ত একটা টুর্নামেন্টের জন্য তৈরি হচ্ছি সবাই।”

১৫ অক্টোবরের হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচের জন্য মুখিয়ে দর্শকরা। বিশ্বকাপের সূচি নিয়ে প্রবল আপত্তি ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের। খসড়া সূচি নিয়ে পিসিবি মোটেও সন্তুষ্ট ছিল না। তারা প্রথম আপত্তি জানিয়েছিল মোদী স্টেডিয়ামে ভারত-পাক ম্যাচ হওয়া নিয়ে। আইসিসির কাছে ভেনু বদলানোর আবেদন করলেও তাতে কর্ণপাত করেনি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। তাই বহু প্রতিক্ষীত ভারত-পাক ম্যাচ হচ্ছে আমেদাবাদে। নজরে থাকবে ভারত-বাংলাদেশ ম্যাচও। ১৯ অক্টোবর সাকিব আল হাসানদের বিরুদ্ধে রোহিতরা খেলবেন পুনেতে। ২২ অক্টোবর ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ২০১৯ সালের বিশ্বকাপ সেমিফাইনাল থেকে ভারতকে ছিটকে দিয়েছিল নিউজিল্যান্ড।