করোনার দ্বিতীয় স্ট্রেনের ঢেউ এর প্রভাবে উত্তাল দেশবাসী , চিন্তার বলিরেখা রাষ্ট্রের কপালেও। করোনার দ্বিতীয় স্ট্রেনের ভাইরাস ব্রিটেনে ধরা পড়লে , চিন্তায় পড়েছে অন্যান্য দেশ। পূর্বে সিদ্ধান্ত অনুযায়ী 28 শে ডিসেম্বর থেকে বন্ধ করে দেয়া হয়েছিল ভারত ব্রিটেনের বিমান পরিষেবা ,কেবলমাত্র অসামরিক বিমান ক্ষেত্রেই এরূপ সিদ্ধান্ত নেয়া হয়েছিল রাষ্ট্রের তরফ থেকে।

পরবর্তীতে ব্রিটেন ফেরত বহু যাত্রীদের করোনা পরীক্ষা করে জানতে পারা যায় তাদের শরীরে এই ভাইরাস উপস্থিত এমনকি কলকাতাতেও আগত এক যুবকের শরীরে পাওয়া গেছে এই ভাইরাস । স্বাস্থ্য সতর্কতাঃ বিভাগীয় আধিকারিকের জানিয়েছেন এই ভাইরাস আগের থেকে অনেক বেশী শক্তিশালী এবং এর সংক্রমণ ক্ষমতাও পূর্বের থেকে প্রায় 70 শতাংশ বেশি, তবে এই ভাইরাস এর সংক্রমণ এর ফলে উপসর্গ দেখা যাচ্ছে তা অতটাও ভয়ঙ্কর নয়। যদিও সতর্কতার কথা মাথায় রেখে পরবর্তীতে সময়সীমা বাড়ানো হয়েছিল 7 ই জানুয়ারি পর্যন্ত ।
আগামী 8 জানুয়ারি থেকে দু’দেশের মধ্যে চলবে বিমান পরিষেবা এমনকি আগামী তেইশে জানুয়ারি পর্যন্ত দু’দেশের মধ্যে সপ্তাহে মোট পনেরোটি বিমান চলবে জানানো হয়েছে বলেই জানানো হয়েছে। এবং সেই সমস্ত বিমান গুলি ওড়ানো হবে দিল্লি ,মুম্বাই ,হায়দ্রাবাদ এবং বেঙ্গালুরু থেকে।