টোকিও অলিম্পিকে মহিলা দলের ব্যাডমিন্টনে পদকের আশা করছে ভারত। টোকিও অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে খেলতে চলেছেন ভারতীয় ধুরন্ধর শার্টলার পিভি সিন্ধু। ইতিমধ্যেই ডেনমার্কের প্রতিদ্বন্দ্বী মিয়া ব্লিচফেডেল্টকে প্রথম দুই রাউন্ডে কুপোকাত করেন তিনি। জানা যাচ্ছে মিয়ার বিরুদ্ধে ২১-১৫, ২১-১৩ ব্যবধানে জয় পেয়েছেন সিন্ধু। জানা যাচ্ছে, এই ম্যাচে সিন্ধু কে বেশ কিছুটা নাস্তানাবুদ করেছিলেন ড্যানিশ শার্টলার। প্রথমদিকে পয়েন্ট তুলতে বেশ কিছুটা কালঘাম ছোটাতে হয়েছে তাঁকে। যদিও ম্যাচ এগোনোর সঙ্গে সঙ্গে তীব্র গতিতে জ্বলে ওঠেন পি ভি সিন্ধু। পরপর দুটি রাউন্ডে জিতে ম্যাচ নিজের দখলে নিয়ে নেন রিও অলিম্পিকে রৌপ্য পদক প্রাপ্ত পি ভি সিন্ধু। অলিম্পিকের সূচনা পর্ব থেকেই সবকটি গেমই স্ট্রেট গেমে জিতেছেন পিভি।

করোনাকালীন কঠিন পরিস্থিতিতে ২০২০ অলিম্পিক অনুষ্ঠিত হচ্ছে ২০২১-এ। আর তারই মাঝে করোনা পরিস্থিতির জন্য দীর্ঘদিন বন্ধ রাখা হয়েছিল স্টেডিয়াম গুলি। আর সেই কারণেই পর্যাপ্ত অনুশীলন না হওয়াতে আশানুরূপ ফল দিতে পারেননি ভারতীয় অনেক খেলোয়াড়রাই। তবে অপেক্ষাকৃত ভালো ফলাফল এনে দিচ্ছেন মহিলা খেলোয়াড়রা। টোকিও অলিম্পিকে যাওয়ার আগে থেকেই সিন্ধুকে নিয়ে পদকের আশা ছিল ভারত সরকারের। আর নিজের খেল প্রতিভা দিয়ে ইতিমধ্যেই সেই বিশ্বাস আরও মজবুত করেছে পি ভি সিন্ধু।