Read Time:1 Minute, 14 Second
চলে গেলেন ‘গডমাদার অব কার্ডিওলজি’, ভারতের প্রথম মহিলা কার্ডিওলজিস্ট ডা. এস আই পদ্মাবতী । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর। ১১ দিন আগে করোনা সংক্রমণ নিয়ে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন । হাসপাতাল সূত্রে জানা গেছে, দুটি ফুসফুসই গুরুতর সংক্রামিত হয়েছিল ডা. পদ্মাবতীর । সেই কারণেই গত শনিবার রাতে মৃত্যু হয় তাঁর । শেষকৃত্য সম্পন্ন হয় পশ্চিম দিল্লির পঞ্জাবি বাগ শ্মশানে ।

ভারতীয় চিকিৎসা জগতে তাঁর অবদান অনস্বীকার্য । ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট থেকে শুরু করে অল ইন্ডিয়া হার্ট ফাউন্ডেশন তাঁর হাতেই তৈরি হয় । চিকিৎসা জগতে অনন্য অবদানের জন্য ১৯৬৭ সালে পদ্ম ভূষণ এবং ১৯৯২ সালে পদ্মবিভূষণ খেতাবে সম্মানিত করা হয় তাঁকে । চিকিৎসা জগতে ফের শোকের ছায়া ।